লস্করে ঝংভি

প্রচণ্ডভাবে শিয়া মুসলমানবিরোধী সন্ত্রাসী সংগঠন
(লস্কর-ই-ঝংভি থেকে পুনর্নির্দেশিত)

লস্কর-ই-জাংভি (উর্দু: لشكرِجهنگوی‎‎; হক নওয়াজ জাংভির সৈন্য) প্রচণ্ডভাবে শিয়া মুসলমানবিরোধী সন্ত্রাসী সংগঠন।[৩] পাকিস্তানে সাম্প্রদায়িক দাঙ্গায় জড়িত থাকার দায়ে লস্কর-ই-জাংভিকে ২০০১ সালে নিষিদ্ধ করা হয়। আল কায়েদা ও তালেবানের সঙ্গে জড়িত পাঞ্জাবি জাতিগোষ্ঠীর লোক নিয়ে লস্কর-ই-জাংভি গঠিত হয়েছে।

লস্কর-ই-জাংভি
অন্য যে নামে পরিচিতLeJ
নেতারিয়াজ বসরা 
আকরাম লাহরী[১]
Malik Ishaq
আহমেদ লুধিয়ানভি
অপারেশনের তারিখ১৯৯৬ - বর্তমান
উদ্দেশ্যসাম্প্রদাযিকতা
সক্রিয়তার অঞ্চলপাকিস্তান
মতাদর্শদেওবন্দী মৌলবাদ[২]
উল্লেখযোগ্য আক্রমণশিয়া মুসলমানদের উপর হামলা
অবস্থাকানাডা, ইউরোপীয় ইউনিয়ন, পাকিস্তান, যুক্তরাজ্য, এবং মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত

হামলার বিবরণ সম্পাদনা

  • ১৬ ফেব্রুয়ারি এ গোষ্ঠী বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় শিয়া সম্প্রদায়ের ওপর ভয়াবহ বোমা হামলা চালায়। এতে নারী ও শিশুসহ ৯০ জনের বেশি নিহত এবং অন্তত ২০০ ব্যক্তি আহত হয়। এর আগে গত ১০ জানুয়ারি কোয়েটায় অন্য এক হামলায় অন্তত ৯০ জন নিহত হয়।[৪][৫]
  • ২০০৯ সালে পাকিস্তান সফররত শ্রীলংকার জাতীয় ক্রিকেট দলের ওপর হামলার সঙ্গেও লস্কর-ই জাংভি জড়িত ছিল।[৬]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; satp নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  2. খান, ইরফানুল্লাহ (২০১৭)। দি দেওবন্দ মুভমেন্ট এন্ড দি রাইজ অব রিলিজিয়াস মিলিট্যান্সি ইন পাকিস্তানপিএইচডি অভিসন্দর্ভ (ইংরেজি ভাষায়)। ইসলামাবাদ: কায়েদে আজম বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ৭৯। ৪ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২২ 
  3. পাকিস্তানে ৮০ শতাংশ হামলায় লস্কর-ই-জাংভি জড়িত : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ মার্চ ২০১৬ তারিখে, দৈনিক আমাদের সময়। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ০৩-০৩-২০১৩ খ্রিস্টাব্দ।
  4. [], সাগর হোসেন, প্রথম নিউজ ডটকম। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ২৩-০২-২০১২ খ্রিস্টাব্দ।
  5. ‘পাকিস্তানে বেশিরভাগ সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত লস্কর-ই জাংভি’[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], দৈনিক মানবকণ্ঠ। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ৩ মার্চ ২০১৩ খ্রিস্টাব্দ।
  6. পাকিস্তানে লস্কর-ই জাংভি প্রধান ইসহাক গ্রেফতার ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ মার্চ ২০১৬ তারিখে, দৈনিক ডেসটিনি। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ১ সেপ্টেম্বর ২০১২ খ্রিস্টাব্দ।

বহিঃসংযোগ সম্পাদনা

An early version of this article was adapted from the public domain U.S. federal government sources.