ললিত মোহন নাথ

স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ব্যক্তি

ললিত মোহন নাথ (১ নভেম্বর ১৯৩৫ - ২ জুলাই ২০১৬) বাংলাদেশের একজন নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন।[১]

ললিত মোহন নাথ
ললিত মোহন নাথ
জন্ম(১৯৩৫-১১-০১)১ নভেম্বর ১৯৩৫
মৃত্যু২ জুলাই ২০১৬(2016-07-02) (বয়স ৮০)
Dhaka, Bangladesh
জাতীয়তাBangladeshi
শিক্ষাPh.D. (theoretical physics)
মাতৃশিক্ষায়তনUniversity of Edinburgh
University of Dhaka
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রNuclear Physics
প্রতিষ্ঠানসমূহUniversity of Dhaka
International Atomic Energy Agency
International Centre for Theoretical Physics
Pakistan Atomic Energy Commission
University of Florida
Purdue University
University of Western Ontario, Canada
ডক্টরাল উপদেষ্টাNicholas Kemmer
Peter W. Higgs

প্রাথমিক জীবন সম্পাদনা

নাথ পদার্থবিজ্ঞানে অনার্সে প্রথম শ্রেণিতে প্রথম এবং মাস্টার্স প্রথম শ্রেণিতে দ্বিতীয় হন। এরপর তিনি এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে পিএইচিডি ডিগ্রীর জন্য যান। ১৯৬৪ সালে সুপারভাইজার নিকোলাস কেম্মের এবং পিটার ডব্লিউ.হিগসের অধীনে তিনি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের উপর পিএইচিডি ডিগ্রী লাভ করেন।[২]

শিক্ষাগত ক্যারিয়ার সম্পাদনা

নাথ ১৯৭২ এর সেপ্টেম্বরে (স্বাধীনতার পরে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং ২০০১ এর জুন পর্যন্ত শিক্ষকতা করেন। তিনি ১৯৮১ সালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ১৯৯৪-১৯৯৬ পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের ডীন হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ১৯৮৩ এর সেপ্টেম্বর থেকে ১৯৮৬ এর অক্টোবর পর্যন্ত প্রভোস্ট ছিলেন।

নাথ; কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ১৯৭১ এর ডিসেম্বর থেকে ১৯৭২ এর জুন পর্যন্ত, ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে ১৯৬৯ এর আগস্ট থেকে ১৯৭১ এর নভেম্বর পর্যন্ত এবং পুরেডে বিশ্ববিদ্যালয়ে ১৯৬৭ এর সেপ্টেম্বর থেকে ১৯৬৯ এর আগস্ট মাস পর্যন্ত ভিজিটিং স্কলার ছিলেন।

নাথ ইতালীর International Center for Theoretical Physics (ICTP) তে ১৯৬৭ সালের জানুয়ারী থেকে আগস্ট পর্যন্ত প্রফেসর আব্দুস সালামের সহযোগী ছিলেন। তিনি বাংলাদেশ আণবিক শক্তি কমিশনে ১৯৬৪ সালের ডিসেম্বর থেকে ১৯৬৬ সালের ডিসেম্বর পর্যন্ত ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কাজ করেছিলেন।

নাথ বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির প্রেসিডেন্টও ছিলেন।[১]

পুরস্কার সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Obituary"The Daily Star। ৩ জুলাই ২০১৬। ২ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৭ 
  2. "Lalit Mohan Nath"। Inspire। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৬, ২০১৭ 
  3. "Recent Visit to Bangladesh Universities and Physics Prizes"। American Physical Society। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৬, ২০১৭ 
  4. "Independence Award 2017 announced"। ফেব্রুয়ারি ১৭, ২০১৭। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৭, ২০১৭