লরেন্স ফিশবার্ন

মার্কিন অভিনেতা
(লরেন্স ফিসবার্ন থেকে পুনর্নির্দেশিত)

তৃতীয় লরেন্স জন ফিশবার্ন[] (ইংরেজি: Laurence Fishburne; জন্ম: ৩০ জুলাই ১৯৬১) একজন মার্কিন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার। তিনি দ্য ম্যাট্রিক্স ত্রয়ী চলচ্চিত্রে মর্ফিয়াস, ১৯৯১ সালে নাট্যধর্মী বয়েজ অ্যান দ্য হুড ছবিতে জেসন "ফিউরিয়াস" স্টাইলস, এবং ১৯৭৯ সালে যুদ্ধভিত্তিক অ্যাপোক্যালিপ্স নাউ ছবিতে টাইরন "মিস্টার ক্লিন" মিলার চরিত্রের জন্য বেশি পরিচিত।

লরেন্স ফিশবার্ন
লরেন্স ফিশবার্ন, সেপ্টেম্বর ২০০৯
জন্ম
তৃতীয় লরেন্স জন ফিশবার্ন

(1961-07-30) জুলাই ৩০, ১৯৬১ (বয়স ৬৩)
অন্যান্য নামলেরি ফিসবার্ন
পেশাঅভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক, নাট্যকার
কর্মজীবন১৯৭২ – বর্তমান
দাম্পত্য সঙ্গীহাইনা ও. মস (বি. ১৯৮৫; বিচ্ছেদ. ১৯৯০)
গিনা টোরেস (বি. ২০০২)
সন্তান
ওয়েবসাইটlaurence-fishburne.com

ফিশবার্ন হোয়াট্‌স লাভ গট টু ডু উইথ ইট চলচ্চিত্রে ইক টার্নার চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি টু ট্রেইন্স রানিং (১৯৯২) মঞ্চনাটকে অভিনয় করে শ্রেষ্ঠ চরিত্রাভিনেতা বিভাগে টনি পুরস্কার এবং ট্রাইবেকা টিভি ধারাবাহিকে অভিনয় করে সেরা অতিথি অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন। ফিশবার্ন প্রথম আফ্রো-মার্কিন হিসেবে কোন মূলধারার প্রযোজনায় ওথেলো চরিত্রে অভিনয় করেন অলিভার পার্কারের ওথেলো চলচ্চিত্রে।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

ফিশবার্ন অগাস্টা, জর্জিয়াতে জন্মগ্রহণ করেন। তিনি হাটিই বেল (বিবাহ-পূর্ব ক্রফোর্ড) এর পুত্র, যিনি একটি জুনিয়র হাই স্কুলের গণিত ও বিজ্ঞানের শিক্ষক, এবং লরেন্স জন ফিসবার্ন, জুনিয়র, একটি কিশোর সংশোধনের অফিসার।[] তার মা-বাবা তার শৈশব সময়ে তালাক প্রাপ্তের পর তার মা নিউ ইয়র্কের ব্রুকলিনে তাকে নিয়ে আসেন,এবং এখানে ফিসবার্ন বড় হয়ে উঠেন। ফিশবার্নের বাবা তাকে এক মাসে একবার দেখতেন।[][] ফিসবার্ন নিউইয়র্কে লিঙ্কন স্কয়ার একাডেমীর একজন স্নাতক শিক্ষার্থী, যা ১৯৮০ সালে বন্ধ হয়ে যায়।[]

কর্মজীবন

সম্পাদনা

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Laurence Fishburne"Encyclopædia Britannica। Encyclopædia Britannica Online। ২০০৮। সংগ্রহের তারিখ ২০০৮-০৪-০৮ 
  2. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Bio নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  3. "Laurence Fishbourne: Biography"Yahoo! Movies। ২০১০-০২-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০১-৩১ 
  4. Paul Chutkow। "Laurence Fishbourne: Flying Fish"Cigar Aficionado। ২০০৭-০৬-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-২৪ 
  5. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; other নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি

বহিঃসংযোগ

সম্পাদনা