লরেটো কলেজ, কলকাতা
লরেটো কলেজ হল ভারত রাষ্ট্রের কলকাতা শহরের একটি ক্যাথলিক মহিলা কলেজ। এই কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত এবং এখানে উদার কলাবিদ্যা ও বিজ্ঞানে নজর দেওয়া হয়। ১৯১২ খ্রিস্টাব্দে এই কলেজ আশীর্বাদপ্রাপ্ত ভার্জিন মেরি ইনস্টিটিউটের ধর্মীয় আদেশের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল। ২০১২ খ্রিস্টাব্দে লরেটো কলেজের শতবর্ষ পূর্ণ হয়েছে। এই কলেজের অঙ্গন সবুজ গাছগাছালিতে মোড়া এবং এখানে টেনিস খেলার কোর্টও আছে।[১] ২০১২ খ্রিস্টাব্দের জানুয়ারিতে জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি পরিষদ কর্তৃক 'এ' ক্রমতালিকায় স্থান দেওয়া হয়েছে।
ধরন | সাধারণ |
---|---|
স্থাপিত | ১৯১২ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | কলকাতা বিশ্ববিদ্যালয় |
অধ্যক্ষ | সিস্টার ড. ক্রিস্টাইন কুটিনহো |
স্নাতক | বিএ, বিএসসি, বিএড |
স্নাতকোত্তর | এমএ |
অবস্থান | স্যর উইলিয়াম জোন্স সরণি, কলকাতা , , ২২°৩৩′০১″ উত্তর ৮৮°২১′০৬″ পূর্ব / ২২.৫৫০১৬৯° উত্তর ৮৮.৩৫১৭১৬৮° পূর্ব |
ওয়েবসাইট | www |
স্নাতকোত্তর নতুন বিভাগ
সম্পাদনা২০১৬ খ্রিস্টাব্দে লরেটো কলেজের ১০৪ বছরের পূর্তিতে স্নাতকোত্তর বিভাগের জন্যে ভবনের একটা পুরো তল বরাদ্দ করা হয়। নতুন স্নাতকোত্তর বিভাগটার নাম হল 'মেরি ওয়ার্ড - লেডি অরুণা পাল উইং'। সেখানে এমএ পাঠক্রমের ক্লাস হচ্ছে এবং ওই বিভাগের জন্যে আলাদা একটা গ্রন্থাগারের ব্যবস্থাও করা হয়েছে।[২]
বিশিষ্ট প্রাক্তনীগণ
সম্পাদনা- ভারতী মুখোপাধ্যায় - আমেরিকান লেখক
- মুনমুন সেন - বলিউড অভিনেত্রী
- রুচিরা গুপ্ত - সামাজিক সক্রিয় কর্মী
- শায়েস্তা সোহরাওয়ার্দী ইকরামউল্লাহ - পাকিস্তানি রাজনীতিবিদ, কূটনীতিক ও লেখক
- জায়েব-উন-নিসা হামিদুল্লাহ - পাকিস্তানি সাংবাদিক, সম্পাদক এবং নারীবাদী
- অনসূয়া মজুমদার - বাঙালি অভিনেত্রী
আরো দেখুন
সম্পাদনা- কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত কলেজগুলির তালিকা
- ভারতের শিক্ষা ব্যবস্থা
- পশ্চিমবঙ্গে শিক্ষা
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Kolkata Cares:City dwellers take initiatives for a Green Future"। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২০।
- ↑ "Kolkata's 104-year-old Loreto College gets new floor for Master Cuorses"। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২০।