লখনউ ক্যান্টনমেন্ট বিধানসভা কেন্দ্র

ভারতের উত্তর প্রদেশ বিধানসভার নির্বাচনী এলাকা

লখনউ ক্যান্টনমেন্ট ভারতের উত্তর প্রদেশের লখনউ জেলার একটি নির্বাচনী এলাকা। এটি লখনউ শহরের ক্যান্টনমেন্ট অংশ নিয়ে গঠিত।

লখনউ ক্যান্টনমেন্ট
নির্বাচনী কেন্দ্র
জেলালখনউ
রাজ্যউত্তর প্রদেশ
ভোটার৩,৮৫,৫০৯ (অক্টোবর ২০১৯)
বর্তমান নির্বাচনী কেন্দ্র
সৃষ্ট২০১৭
দলবিজেপি
এমএলএসুরেশ চন্দ্র তিওয়ারি

লখনউ ক্যান্টনমেন্ট, লখনউ লোকসভা কেন্দ্রের পাঁচটি বিধানসভা কেন্দ্রের একটি। ২০০৮ সাল থেকে, ৪০৩টি বিধানসভা কেন্দ্রের মধ্যে এই কেন্দ্রের অবস্থান হল ১৭৫ নম্বর।

বর্তমানে এই আসনটি সুরেশ চন্দ্র তিওয়ারির দখলে, যিনি ২০১৯ সালে উপনির্বাচনে জয়লাভ করেন। ২০১৯ সালে এলাহাবাদ লোকসভা নির্বাচনে ডঃ রীতা বহুগুণা জোশী জয়লাভ করলে, এই আসনটি খালি হয় ও এতে উপনির্বাচন হয়। এর আগে ২০১৭ সালের সাধারণ নির্বাচনে সমাজবাদী পার্টি প্রার্থী অপর্ণা যাদবকে ৩৩,৭৯৬টি ভোটের ব্যবধানে হারিয়ে ডঃ রীতা বহুগুণা জোশী জয়ী হয়েছিলেন।[১]

বিধানসভার সদস্য সম্পাদনা

বছর সদস্য রাজনৈতিক দল
১৯৫৭ শ্যাম মনোহর মিশ্র ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৬২ বালাক রাম বৈশ
১৯৬৭ বদ্রী প্রসাদ আওয়াস্তি স্বাধীন
১৯৬৯ সচ্চিদানন্দ ভারতীয় ক্রান্তি দল
১৯৭৪ চরণ সিং ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৭৭ কৃষ্ণ কান্ত মিশ্র জনতা পার্টি
১৯৮০ প্রেমাবতী তিওয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস (I)
১৯৮৫ ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৮৯
১৯৯১ সতীশ ভাটিয়া ভারতীয় জনতা পার্টি
১৯৯৩
১৯৯৬ সুরেশচন্দ্র তিওয়ারি
২০০২
২০০৭
২০১২ রিতা বহুগুনা জোশী ভারতীয় জাতীয় কংগ্রেস
২০১৭ ভারতীয় জনতা পার্টি
২০১৯* সুরেশচন্দ্র তিওয়ারি

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Assembly result 2017"Elections.in। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-২৫