লক্ষ্মীপাশা ইউনিয়ন

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

লক্ষ্মীপাশা ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলাধীন দক্ষিণ পশ্চিম কোনে অবস্থিত একটি প্রশাসনিক এলাকা।[২][৩]

লক্ষ্মীপাশা
ইউনিয়ন
লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদ
ডাকনাম: লক্ষিপাসা
লক্ষ্মীপাশা সিলেট বিভাগ-এ অবস্থিত
লক্ষ্মীপাশা
লক্ষ্মীপাশা
লক্ষ্মীপাশা বাংলাদেশ-এ অবস্থিত
লক্ষ্মীপাশা
লক্ষ্মীপাশা
বাংলাদেশে লক্ষ্মীপাশা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪৯′৩১.০০১″ উত্তর ৯১°৫৮′৩২.০০২″ পূর্ব / ২৪.৮২৫২৭৮০৬° উত্তর ৯১.৯৭৫৫৫৬১১° পূর্ব / 24.82527806; 91.97555611 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাসিলেট জেলা
উপজেলাগোলাপগঞ্জ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট১,৭৫১ হেক্টর (৪,৩২৭ একর)
জনসংখ্যা
 • মোট২৩,৯০১
 • জনঘনত্ব১,৪০০/বর্গকিমি (৩,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৩.৬৩%। [১]
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩১০৮ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৯১ ৩৮ ৬০
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

  • লক্ষীপাশা মুরাদিয়া উচ্চ বিদ্যালয়
  • নিমাদল উচ্চ বিদ্যালয়
  • নিমাদল প্রাথমিক বিদ্যালয়

অবস্থান সম্পাদনা

উত্তরে ফুলবাড়ী ইউনিয়নগোলাপগঞ্জ পৌরসভা পূর্বে ঢাকাদক্ষিণ ইউনিয়নলক্ষণাবন্দ ইউনিয়ন ও পশ্চিমে মোগলাবাজারের দাউদপুর ইউনিয়ন

সংক্ষিপ্ত ইতিহাস সম্পাদনা

ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার একটি জনবহুল ইউনিয়ন। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়।[৪]

গ্রাম সমূহ সম্পাদনা

উল্লেখযোগ্য গ্রাম সমূহ- দ: লক্ষ্মীপাশা, ঘাসিবর্ণী, উত্তর লক্ষ্মীপাশা, জগঝাপ, জাঙ্গালহাটা, পালপাড়া, পূর্ব নিমাদল, পশ্চিম নিমাদল, কতোয়ালপুর, শ্রীপুর, বাউসী, দক্ষিণভাগ, শ্রীবহর, পলিতাফর।[২]

হাট-বাজার সম্পাদনা

  • লক্ষ্মীপাশা বাজার
  • কোনাচর বাজার
  • নিমাদল মোকামবাজার
  • জাঙ্গাঁলহাটা বাজার

জনসংখ্যা সম্পাদনা

সর্বমোট ২১,০১০ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ১০,৫৬৮ জন এবং স্ত্রীলোকের সংখ্যা ১০,৪৪২ জন। এর মধ্যে শিক্ষিত লোকের সংখ্যা ৫৩.৬৩%[১][২]

প্রধান রপ্তানিদ্রব্য সম্পাদনা

স্বাস্থ্যকেন্দ্র সম্পাদনা

ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, মা ও শিশু কল্যাণ কেন্দ্র,। [২]

এনজিও সম্পাদনা

ব্র্যাক, সীমান্তিক প্রভৃতি উল্লেখযোগ্য।[১]

শিল্প-কলকারখানা ও কুটিরশিল্প সম্পাদনা

আইসক্রিম ফ্যাক্টরি, বেকারি, উল্লেখযোগ্য। [১]

দর্শনীয় স্থান সম্পাদনা

  • শহীদ মক্তদা কামাল ও শহীদ মস্তফা মিয়া স্মৃতি পার্ক[২]

কৃতী ব্যক্তিত্ব: সম্পাদনা

  • মাওলানা আব্দুর রশীদ (১৮৯৬-১৯৬৪) ১৯৪৬ সালে গোলাপগঞ্জ থেকে তিনি এমএলএ নির্বাচিত হন এবং আসাম প্রাদেশিক মন্ত্রীসভায় শিক্ষামন্ত্রী ছিলেন (১৯৪৬-৪৭) পরবর্তীকালে ১৯৫৪ সালের নির্বাচন পর্যন্ত পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন।মৌলভী আব্দুস সোবহান চৌধুরী, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোোলনে ভূমিকা রাখেন।
  • জনাব মতছির আলী সারং ১৯৭১সালের মুক্তিযুেদ্ধর অন্যতম সংঘটক। সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ গোলাপগঞ্জ উপজেলা শাখা।সাবেক চেয়ারম্যান ৪নং লক্ষীপাশা ইউনিয়ন পরিষদ।

ইউনিয়ন চেয়ারম্যানগণের তালিকা সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান: আব্দুল আলীম তুহিন

ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ সিকন্দর আলী ০২/০৬/১৯৬০-৩০/০৯/১৯৬৫ ইং
০২ মঈন উদ্দিন চৌধুরী ৩০/০৯/১৯৬৫-১৭/১১/১৯৬৯ ইং
০৩ নিছার আলী (ভারপ্রাপ্ত) ১৭/১১/১৯৬৯-০৯/০৬/১৯৭২ ইং
০৪ আব্দুল হামিদ (প্রশাসক) ০৯/০৬/১৯৭২-১২/০৩/১৯৭৪ ইং
০৫ আব্দুর রসুল চৌধুরী ১২/০৩/১৯৭৪-২৮/০২/১৯৭৭ ইং
০৬ মাহতাবুর রহমান ২৮/০২/১৯৭৭-৩১/১২/১৯৮৩ ইং
০৭ মতছির আলী সারং ৩১/১২/১৯৮৩-৩০/০৬/১৯৮৮ ইং
০৮ কবির আহমদ মুসন ৩০/০৬/১৯৮৮-৩০/০৪/১৯৯২ ইং
০৯ কবির আহমদ মুসন ৩০/০৪/১৯৯২-২৭/০১/১৯৯৮ ইং
১০ মিছবাহুল কাদির ফাহিম ২৭/০১/১৯৯৮-২১/০৮/২০০০ ইং
১১ মাহতাব উদ্দিন জেবুল(ভা:প্রা: ২১/০৮/২০০০-২৯/০১/২০০১ ইং
১২ মিছবাহুল কাদির ফাহিম ২৯/০১/২০০১-২৩/০৪/২০০৩ ইং
১৩ মিছবাহুল কাদির ফাহিম ২৩/০৪/২০০৩-০৪/০৯/২০১১ইং
১৪ মাহমুদ আহমদ ০৪/০৯/২০১১-০৪/০৯/২০১৬
১৫ কবির আহমদ মুসন ০৬/০৯/২০১৬-৪/০৬/২০২০
১৬ আব্দুল করিম মানিক(ভারপ্রাপ্ত) ০৪/০৬/২০২০-২৫/১১/২০২০
১৭ আব্দুল আলীম তুহিন ২৫/১১/২০২০-বর্তমান

[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
  2. লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  3. বাংলাপিডিয়া। "গোলাপগঞ্জ উপজেলা" 
  4. গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য - আনোয়ার শাহজাহান, প্রকাশকাল. প্রথম প্রকাশ নভেম্বর ১৯৯৬
  5. দৈনিক নয়া দিগন্ত

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা