লক্ষ্মীটারী ইউনিয়ন

রংপুর জেলার গংগাচড়া উপজেলার একটি ইউনিয়ন
(লক্ষীটারী ইউনিয়ন থেকে পুনর্নির্দেশিত)

লক্ষীটারী ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলার গংগাচড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ।[১][২] এটি ২৭.১২ কিমি২ (১০.৪৭ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২৮,১৬৫ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১৩টি ও মৌজার সংখ্যা ৮টি।[৩]

লক্ষীটারী ইউনিয়ন
ইউনিয়ন
৫নং লক্ষীটারী ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলারংপুর জেলা
উপজেলাগংগাচড়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট২৭.১২ বর্গকিমি (১০.৪৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৮,১৬৫
 • জনঘনত্ব১,০০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

নামকরণ সম্পাদনা

নামকরণ নিয়ে একাধিক তথ্য পাওয়া যায়। মহিপুর জমিদার বাড়ির সামনে ‘নকীটারী’ নামক স্থানে কয়েকটি হিন্দু পরিবার ছিল। খুব সম্ভবত ‘লক্ষ্মী’ থেকে অধিক ব্যবহারের কারণে ‘নকী’ হয়েছে। কেননা গংগাচড়াবাসী ‘ল’ কে ‘ন’ বলে। অথবা প্রাচীন কালে এ অঞ্চলে সম্পদে ভরপুর ছিল। তাই হিন্দুরা তাদের লক্ষ্মী দেবতার নামানুসারে এ অঞ্চলের নাম লক্ষ্মীটারী রাখে। কোচবিহারের মহারাজা লক্ষ্মীনারায়ণের নামানুসারে নামকরণ করা হয়। অথবা বহু বছর আগে তিস্তা নদীর ধারে লক্ষ্মীটারী নামে এক হিন্দু বসতিপূর্ণ গ্রাম ছিল, যার নাম লক্ষ্মীটারী। গংগাচড়া থানার ইউনিয়ন ভাগাভাগি ও তার নামকরণের সময় পুরো ইউনিয়য়নের নাম লক্ষ্মীটারী রাখা হয়।[৪] টারী গংগাচড়ার আঞ্চলিক ভাষা যার অর্থ পাড়া বা মহল্লা।

প্রশাসনিক বিভাগ সম্পাদনা

গ্রাম সম্পাদনা

গ্রামগুলি হল:[৫]

  1. শংকরদহ
  2. পূর্ব ইচলী
  3. পশ্চিম ইচলী
  4. পশ্চিম মহিপুর
  5. বাগেরহাট
  6. পূব মহিপুর
  7. বড়িডাঙ্গী
  8. মান্দ্রাইন
  9. কিশমত দুখিয়া
  10. বোয়ালমারী
  11. মহিষবাতান
  12. চরইশোরকোল
  13. জয়রাওঝা

মৌজা সম্পাদনা

  1. শংকরদহ
  2. ইচলী
  3. মহিপুর
  4. বড়িডাঙ্গী
  5. মান্দ্রাইন
  6. কিশমত দুখিয়া
  7. চরইশোরকোল
  8. জয়রাওঝা

দর্শনীয় স্থান সম্পাদনা

মহিপুর জমিদার বাড়ি মসজিদ, কুয়া, শানবান্ধা পুকুর ও মহিপুর ব্রিজ।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "লক্ষীটারী ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 
  2. "Union Parishad List"Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯ 
  3. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 
  4. লক্ষ্মীটারী, মোনাজাত উদ্দিন, সাহিত্য প্রকাশ, ঢাকা, ১৯৯৬, পৃ. ১০২-১০৩।
  5. "গ্রাম ভিত্তিক লোক সংখ্যা"lakkhitariup.rangpur.gov.bd। ২০ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা