র্নাম-পার-র্গ্যাল-বা

রাজনীতিবিদ

র্নাম-পার-র্গ্যাল-বা (তিব্বতি: རྣམ་པར་རྒྱལ་བওয়াইলি: rnam par rgyal ba) তিব্বতের ফাগ-মো-গ্রু-পা রাজবংশের দ্বাদশ রাজা ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

র্নাম-পার-র্গ্যাল-বা ফাগ-মো-গ্রু-পা রাজবংশের একাদশ রাজা ঙ্গাগ-দ্বাং-গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শানের পুত্র ছিলেন। পিতার মৃত্যুর পর সম্ভবতঃ ১৫৭৯ খ্রিষ্টাব্দে তিনি সিংহাসনে আরোহণ করেন। তার রাজত্ব সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না। তার রাজত্বে তৃতীয় দলাই লামাতুমেদ মঙ্গোলদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটে। পরবর্তী দলাই লামা মঙ্গোলিয়া থেকে নির্বাচিত হলে র্নাম-পার-র্গ্যাল-বা তাকে তিব্বতে আমন্ত্রণ জানান[১], যদিও চতুর্থ দলাই লামা যখন ১৬০১ খ্রিষ্টাব্দে তিব্বত আসেন, ততদিনে র্নাম-পার-র্গ্যাল-বার মৃত্যু ঘটে গেছে।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Tsepon W.D. Shakabpa, One Hundred Thousand Moons. Leiden 2009, p. 307.
  2. Giuseppe Tucci, Tibetan Painted Scrolls. Rome 1949, pp. 51, 643
পূর্বসূরী
ঙ্গাগ-দ্বাং-গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শান
র্নাম-পার-র্গ্যাল-বা
দ্বাদশ ফাগ-মো-গ্রু-পা শাসক
উত্তরসূরী
মি-ফাম-ব্সোদ-নাম্স-দ্বাং-ফ্যুগ-গ্রাগ্স-পা-র্নাম-র্গ্যাল-দ্পাল-ব্জাং