রোজালিন্ড রাসেল

আমেরিকান অভিনেত্রী (১৯০৭-১৯৭৬)

ক্যাথরিন রোজালিন্ড রাসেল[] (ইংরেজি: Catherine Rosalind Russell; ৪ঠা জুন ১৯১৭ - ২৮শে নভেম্বর ১৯৭৬) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, চিত্রনাট্যকার ও গায়িকা।[] তিনি হাওয়ার্ড হক্‌স পরিচালিত স্ক্রুবল কমেডি হিজ গার্ল ফ্রাইডে (১৯৪০) চলচ্চিত্রে সংবাদ প্রতিবেদক হিল্ডি জনসন চরিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন।[] এছাড়া তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল মাই সিস্টার এইলিন (১৯৪২), সিস্টার কেনি (১৯৪৬), মোর্নিং বিকামস ইলেক্ট্রা (১৯৪৭), আন্টি মেম (১৯৫৮), আ মেজরিটি অব ওয়ান (১৯৬১) ও জিপসি (১৯৬২)। তিনি পাঁচটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন হতে পাঁচটি পুরস্কারই অর্জন করেন। এছাড়া তিনি চারবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ১৯৫৩ সালে তিনি ব্রডওয়ে মঞ্চে ওয়ান্ডারফুল টাউন মঞ্চনাটকে অভিনয় করে সঙ্গীতধর্মী নাটকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে টনি পুরস্কার লাভ করেন।

রোজালিন্ড রাসেল
Rosalind Russell
রোজালিন্ড রাসেল
জন্ম
ক্যাথরিন রোজালিন্ড রাসেল

(১৯০৭-০৬-০৪)৪ জুন ১৯০৭
মৃত্যু২৮ নভেম্বর ১৯৭৬(1976-11-28) (বয়স ৬৯)
বেভারলি হিলস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুর কারণস্তন ক্যান্সার
সমাধিহলি ক্রস সিমেট্রি, কালভার সিটি
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনআমেরিকান একাডেমি অব ড্রামাটিক আর্টস
পেশাঅভিনেত্রী, গায়িকা, কৌতুকাভিনেত্রী, চিত্রনাট্যকার
কর্মজীবন১৯২৯-১৯৭২
দাম্পত্য সঙ্গীফ্রেডেরিক ব্রিসন (বি. ১৯৪১; তার মৃত্যু ১৯৭৬)
সন্তান
পুরস্কারপূর্ণ তালিকা

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

ক্যাথরিন রোজালিন্ড রাসেল ১৯১৭ সালের ৪ঠা জুন কানেটিকাট অঙ্গরাজ্যের ওয়াটারবারি শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা জেমস এডওয়ার্ড একজন আইনজীবী[] এবং মাতা ক্লারা এ. রাসেল (ম্যাকনাইট) একজন শিক্ষিকা ছিলেন।[] রাসেলের সাত ভাইবোন ছিল। রাসেল পরিবার আইরিশ-মার্কিন ও ক্যাথলিক ধর্মাবলম্বী।[] তার নাম রাখা হয়েছিল তার পিতামাতা যে জাহাজে চড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন সেই জাহাজের নামানুসারে। তিনি ক্যাথলিক স্কুলে পড়াশোনা করেন এবং পরে পেন্সিলভেনিয়ার রোজমন্টের রোজমন্ট কলেজ ও নিউ ইয়র্কের ট্যারিটাউনের ম্যারিমাউন্ট কলেজে পড়াশোনা করেন। পরবর্তী কালে তিনি নিউ ইয়র্ক সিটির আমেরিকান একাডেমি অব ড্রামাটিক আর্টসে ভর্তি হন। তার পিতামাতা ভেবেছিলেন রাসেল শিক্ষক হওয়ার জন্য পড়াশোনা করছেন এবং তারা তার অভিনেত্রী হওয়ার পরিকল্পনা সম্পর্কে অবগত ছিলেন না।[] পারফরমিং আর্টস স্কুল স্নাতক সম্পন্ন করার পর রাসেল সামার স্টকে অভিনয় শুরু করেন এবং পরে বোস্টনের রিপার্টরি কোম্পানিতে যোগদান করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ডিক, বার্নার্ড এফ. (২০০৯)। Forever Mame: The Life of Rosalind Russell (ইংরেজি ভাষায়)। মিসিসিপি বিশ্ববিদ্যালয় প্রেস। আইএসবিএন 9781604731392। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৯ 
  2. "অবিচুয়ারি", ভ্যারিইটি, ১ ডিসেম্বর ১৯৭৬, পৃ. ৭৯।
  3. স্মিথ, রিচার্ড হারল্যান্ড। "Rosalind Russell: Biography"টার্নার ক্লাসিক মুভিজ। ৬ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৮ 
  4. 1910 United States Federal Census।
  5. "rosalind russell"রুটসওয়েব। ২ ডিসেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৯ 
  6. কোজ্যাড, ডব্লিউ. লি। More Magnificent Mountain Movies: The Silverscreen Years, 1940-2004। পৃষ্ঠা ১৪৫। আইএসবিএন 0-9723372-2-9 
  7. "Show Girls Get Training In Colleges"। পিট্‌সবার্গ প্রেস। ৩ ডিসেম্বর ১৯৩০। 

বহিঃসংযোগ

সম্পাদনা