রেস রিলেশন হলো একটি ধারণা যা ১৯১৯ সালের শিকাগো রেসের দাঙ্গার পরে শিকাগোতে উদ্ভূত হয়েছিল।[১] এই সহিংসতার পরিপ্রেক্ষিতে নগর কর্তৃপক্ষ শিকাগো রেস রিলেশন কমিশন স্থাপন করেছিল। এটি পুরোপুরি পুরুষদের নিয়ে গঠিত হয়েছিলো, যেখানে ছয়জন ছিলো আফ্রিকান-আমেরিকান এবং ছয়জন ইউরোপীয়-আমেরিকান।[২][৩] তবে এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে কেনেথ লিটলের নেতৃত্বে সামাজিক নৃবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার মধ্য দিয়েই যুক্তরাজ্যে এ ধারণাটি প্রাতিষ্ঠানিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।[১]

প্রতিষ্ঠান সম্পাদনা

রেস রিলেশনশিপ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৫৮ সালে। এটির কাজ ছিল সারা বিশ্বে জাতিসত্ত্বা সম্পর্কে গবেষণা, প্রকাশনা এবং সংগ্রহ করা। তবে ১৯৭২ সালে, এই প্রতিষ্ঠানের সদস্যপদ সংগঠনের আমূল রূপান্তরে কর্মীদের সমর্থন করেছিল: নীতি-ভিত্তিক একাডেমিক প্রতিষ্ঠানের পরিবর্তে এটি একটি বর্ণবাদবিরোধী থিংক ট্যাঙ্কে পরিণত হয়েছিল।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Shilliam, Robbie। "How Black Deficit Entered the British Academy" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য) (পিডিএফ)robbieshilliam.ওয়ার্ডপ্রেস.com। Robbie Shilliam। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "The Chicago Race Riot of 1919"History (ইংরেজি ভাষায়)। History com। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৯ 
  3. The Negro in Chicago; a study of race relations and a race riot। Chicago, Illinois: The University of Chicago Press। ১৯২২। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৯ 
  4. "About"www.irr.org.uk। Institute of Race Relations। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৯