রেসিং ক্লাব স্ত্রাসবুর আলজাস

রেসিং ক্লাব স্ত্রাসবুর আলজাস (আলসাতীয়: Füeßbàllmànnschàft Vu Stroßburri সাধারণত রেসিং ক্লাব দ স্ত্রাসবুর আলজাস, আরএস স্ত্রাসবুর, রেসিং স্ত্রাসবুর, আরসিএসএ অথবা শুধুমাত্র স্ত্রাসবুর নামে পরিচিত) হচ্ছে স্ত্রাসবুর ভিত্তিক একটি ফরাসি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ফ্রান্সের শীর্ষ স্তরের ফুটবল লীগ লীগ ১-এ খেলে। এই ক্লাবটি ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। স্ত্রাসবুর আলজাস তাদের সকল হোম ম্যাচ স্ত্রাসবুরের স্তাদ দে লা মেনোয় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৬,২৮০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন থিয়েরি লরে[১] এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মার্ক কেলারসার্বীয় রক্ষণভাগের খেলোয়াড় স্তেফান মিত্রোভিচ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

স্ত্রাসবুর আলজাস
পূর্ণ নামরেসিং ক্লাব দ স্ত্রাসবুর আলজাস
ডাকনামলে রেসিং
প্রতিষ্ঠিত১৯০৬; ১১৮ বছর আগে (1906)
মাঠস্তাদ দে লা মেনো
ধারণক্ষমতা২৬,২৮০
সভাপতিফ্রান্স মার্ক কেলার
প্রধান কোচফ্রান্স থিয়েরি লরে
লিগলীগ ১
২০১৯–২০১০ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

এই ক্লাবটি এপর্যন্ত ১টি লীগ ১, ৩টি লীগ ২, ১টি শম্পিওনাত ন্যাশনাল এবং ১টি শম্পিওনাত ন্যাশনাল ২ শিরোপা জয়লাভ করেছে।

অর্জন সম্পাদনা

লীগ সম্পাদনা

কাপ সম্পাদনা

ইউরোপ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Laurey futur entraîneur"www.rcstrasbourgalsace.fr (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৭ 

গ্রন্থবিবরণী সম্পাদনা

  • পিয়ের পেরনি, Racing 100 ans, ২০০৬, পৃষ্ঠা: ৩৫০
  • রোনালদ ইরলে, Il était une fois le Racing, Toute l'histoire du club omnisport Strasbourgeois, ১৯৯১, পৃষ্ঠা: ১৭৬

বহিঃসংযোগ সম্পাদনা