রেমো ফ্রয়লার

সুইজারল্যান্ডীয় ফুটবলার

রেমো মার্কো ফ্রয়লার (জার্মান: Remo Freuler, জার্মান উচ্চারণ: [ʁe:mɔ fʁɔʏ̯lɐ]; জন্ম: ১৫ এপ্রিল ১৯৯২; রেমো ফ্রয়লার নামে সুপরিচিত) হলেন একজন সুইজারল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব আতালান্তা এবং সুইজারল্যান্ড জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় এবং রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

রেমো ফ্রয়লার
RemoFreuler.jpg
২০১৬ সালে ফ্রয়লার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম রেমো মার্কো ফ্রয়লার[১]
জন্ম (1992-04-15) ১৫ এপ্রিল ১৯৯২ (বয়স ৩১)
জন্ম স্থান এনেন্ডা, সুইজারল্যান্ড
উচ্চতা ১.৮১ মিটার (৫ ফুট ১১  ইঞ্চি)[১]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আতালান্তা
জার্সি নম্বর ১১
যুব পর্যায়
২০০১–২০০৫ হিনভিল
২০০৫–২০১০ ভিন্টারটুর
২০১০–২০১১ গ্রাসহোপার
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৯–২০১০ ভিন্টারটুর (০)
২০১০–২০১১ গ্রাসহোপার ১২ (১)
২০১১–২০১৪ ভিন্টারটুর ৭০ (৮)
২০১৪–২০১৬ লুৎসার্ন ৬৩ (৯)
২০১৬– আতালান্তা ১৭৪ (১৭)
জাতীয় দল
২০১০–২০১১ সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৯ (২)
২০১৩–২০১৪ সুইজারল্যান্ড অনূর্ধ্ব-২১ (১)
২০১৭– সুইজারল্যান্ড ২৯ (৩)
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৬:০৯, ১৫ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:০৯, ১৫ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১০ সালে, ফ্রয়লার সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সুইজারল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৪ বছর যাবত সুইজারল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৭ সালে সুইজারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; সুইজারল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৯ ম্যাচে ৩টি গোল করেছেন। তিনি সুইজারল্যান্ডের হয়ে এপর্যন্ত ১টি ফিফা বিশ্বকাপ (২০১৮) এবং ১টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (২০২০) অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবনসম্পাদনা

রেমো মার্কো ফ্রয়লার ১৯৯২ সালের ১৫ই এপ্রিল তারিখে সুইজারল্যান্ডের এনেন্ডায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্রসম্পাদনা

  1. "2018 FIFA World Cup Russia – List of Players" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। ৪ জুন ২০১৮। ১২ আগস্ট ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৮ 

বহিঃসংযোগসম্পাদনা