রেবেকা মারি

মার্কিন হুইলচেয়ার বাস্কেটবল খেলোয়াড়

রেবেকা মারি (ইংরেজি: Rebecca Murray; জন্ম: ১৫ মার্চ ১৯৯০) একজন মার্কিন হুইলচেয়ার বাস্কেটবল খেলোয়াড়।

রেবেকা মারি
ব্যক্তিগত তথ্য
জাতীয় দলমার্কিন যুক্তরাষ্ট্র
জন্ম (1990-03-15) ১৫ মার্চ ১৯৯০ (বয়স ৩৪)
ক্রীড়া
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ক্রীড়ামহিলা হুইলচেয়ার বাস্কেটবল
বিভাগমহিলা হুইলচেয়ার বাস্কেটবল
সাফল্য ও খেতাব
আঞ্চলিক ফাইনাল২০১৫ প্যারাপান আমেরিকান গেমস।
প্যারালিম্পিক ফাইনাল২০০৮ গ্রীষ্মের প্যারালিম্পিক্স,
২০১২ গ্রীষ্মের প্যারালিম্পিক্স,
২০১৬ গ্রীষ্মের প্যারালিম্পিক্স

প্রাথমিক জীবন সম্পাদনা

রেবেকা জন্মগ্রহণ করেন মিলওয়াকি, মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের বৃহত্তম শহর।[১] তিনি উইসকনসিনের জার্মানটাউনের জার্মানটাউন উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন।[১]

খেলোয়াড় জীবন সম্পাদনা

২০০৭ সালের প্যারাপান আমেরিকান গেমস, ২০১১ সা্লের প্যারাপান আমেরিকান গেমস, ২০১২ গ্রীষ্মকালীন প্যারালিম্পিক, ২০১২ প্যারাপান আমেরিকান গেমস, ২০১৪ উইমেন ওয়ার্ল্ড হুইলচেয়ার বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ, ২০১৫ প্যারাপান আমেরিকান গেমস এবং ২০১৯ প্যারাপান আমেরিকান গেমসে, রেবেকা মার্কিন যুক্তরাষ্ট্রকে হুইলচেয়ার বাস্কেটবল দলের প্রতিনিধিত্ব করেছিলেন।[২]  

২০০৮ গ্রীষ্মের প্যারালিম্পিক এবং ২০১২ গ্রীষ্মের প্যারালিম্পিক তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হুইলচেয়ার বাস্কেটবল দলের প্রতিনিধিত্ব করে একট করে স্বর্ণপদক জয় করেছিলেন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "BECCA MURRAY WHEELCHAIR BASKETBALL"teamusa.org 
  2. "Rebecca Murray returns to wheelchair basketball"International Paralympic Committee (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৭ 
  3. "Wheelchair Basketball United States of America"www.paralympic.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৭