রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড, সংক্ষেপে আরপিজিসিএল (রূপান্তরকারী প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড নামেও পরিচিত), বাংলাদেশের সরকারি মালিকানাধীন একটি বৃহৎ গ্যাস সংস্থা যা তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে। এই সংস্থাটি পেট্রোবাংলার অধীনে এবং এর সদর দফতর ঢাকায় অবস্থিত।[২][৩][৪]
সংক্ষেপে | আরপিজিসিএল |
---|---|
গঠিত | ১ জানুয়ারি, ১৯৮৭ |
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা ও ইংরেজি |
ব্যবস্থাপনা পরিচালক | যাবেদ চৌধুরী[১] |
প্রধান প্রতিষ্ঠান | পেট্রোবাংলা |
সম্পৃক্ত সংগঠন | বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সম্পাদনা১ জানুয়ারি, ১৯৮৭ তারিখে ‘কমপ্রেসড ন্যাচারাল গ্যাস কোম্পানী লিমিটেড’ গঠন করা হয়। পরবর্তীতে ৯ ফেব্রুয়ারি, ১৯৯১ তারিখে কোম্পানির নাম পরিবর্তন করে রাখা হয় ‘রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড (আরপিজিসিএল)'।
পরিবেশ উন্নয়নে যানবাহনে সিএনজি (সংকুচিত প্রাকৃতিক গ্যাস) ব্যবহার, তদারকি, বাণিজ্যিকভাবে এর পরিচালন, সম্প্রসারণের দায়িত্ব পালনসহ সিলেটের গ্যাস ক্ষেত্রসমূহে এলপিজি গ্যাস সংক্রান্ত কার্যক্রম পরিচালনার দায়িত্ব এ কোম্পানির ওপর ন্যস্ত করা হয়েছে।
লক্ষ্য ও উদ্দেশ্য
সম্পাদনালক্ষ্য
সম্পাদনাটেকসই জ্বালানি আমদানি, উৎপাদন ও সরবরাহে অগ্রণী ভূমিকা পালন।
উদ্দেশ্য
সম্পাদনাগ্যাস ফিল্ড হতে প্রাপ্ত উপজাত প্রক্রিয়া করে উৎপাদিত পণ্য সরবরাহসহ যানবাহনে বিকল্প জ্বালানি ব্যবহার ও সম্প্রসারণ এবং এলএনজি আমদানি, মজুদ, রি-গ্যাসিফিকেশন ও বিতরণ।
স্থাপনাসমূহ
সম্পাদনা- সিএনজি সেন্ট্রাল ওয়ার্কশপ ও রিফুয়েলিং স্টেশন[৫]
- সিএনজি কনভারশন এবং টেস্টিং ওয়ার্কশপ[৬]
- কৈলাশটিলা এলপিজি প্লান্ট[৭]
- আশুগঞ্জ কনডেনসেট হ্যান্ডলিং স্থাপনা[৮]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ব্যবস্থাপনা পরিচালক, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড"। rpgcl.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১২।
- ↑ "12 companies show interest to build LNG terminal"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২১ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯।
- ↑ "Unchecked gas cylinders turn into ticking bombs"। The Independent। Dhaka। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯।
- ↑ "Gas supply growth for Bangladesh with first LNG STS"। www.lngworldshipping.com। ২৭ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯।
- ↑ "সিএনজি সেন্ট্রাল ওয়ার্কশপ ও রিফুয়েলিং, আরপিজিসিএল"। rpgcl.org.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১২।
- ↑ "সিএনজি কনভারশন এবং টেস্টিং ওয়ার্কশপ (জোনাল ওয়ার্কশপ), আরপিজিসিএল"। rpgcl.org.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১২।
- ↑ "কৈলাশটিলা এলপিজি প্লান্ট, আরপিজিসিএল"। rpgcl.org.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১২।
- ↑ "আশুগঞ্জ কনডেনসেট হ্যান্ডলিং স্থাপনা, আরপিজিসিএল"। rpgcl.org.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১২।