রুবি (প্রোগ্রামিং ভাষা)

রুবি একটি রিফ্লেকটিভ, চলমান, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। এর সিনট্যাক্স মূলত নেয়া হয়েছে পার্ল থেকে। এতে স্মলটক এর মত অবজেক্ট ওরিয়েন্টেশন বা বস্তু সংশ্লিষ্টতা যুক্ত করা হয়েছে। এছাড়া এতে পাইথন, লিস্প, ডিলনসিএলইউ এর কিছু বৈশিষ্ট্যও যুক্ত হয়েছে। রুবি একটি একক ধাপের ইন্টারপ্রেটেড ভাষা। এর আনুষ্ঠানিক বাস্তবায়ন করা হয়েছে উম্মুক্ত সফটওয়ার হিসেবে সি দিয়ে।

রুবি লোগো

ইতিহাসসম্পাদনা

রুবি উদ্ভাবিত হয় ফেব্রুয়ারি ২৪, ১৯৯৩ সালে।[১] একজন জাপানি কম্পিউটার বিজ্ঞানী একটি প্রোগ্রামিং ভাষা প্রনয়নের লক্ষ্যে রুবি আবিষ্কার করেন।

তথ্যসূত্রসম্পাদনা

  1. Shugo Maeda (১৭ ডিসেম্বর ২০০২)। "The Ruby Language FAQ"। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৪ 

বহিঃসংযোগসম্পাদনা