রিয়াসত
রিয়াসত হলো ২০১৪ সালের ভারতীয় হিন্দি ভাষার একটি মারপিটধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন রাজেশ খান্না, গৌরী কুলকার্নি, আরিয়ান বৈদ, আর্যমান রামসে এবং রাজা মুরাদ। এটি রাজেশ খান্না অভিনীত শেষ চলচ্চিত্র। তার মৃত্যুর দুই বছর পর ১৮ জুলাই ২০১৪-এ চলচ্চিত্রটি মুক্তি পায়।[২]
রিয়াসত | |
---|---|
পরিচালক | অশোক ত্যাগী |
প্রযোজক | বিজয় সিরোহি দিবাকর সিঙ্ঘল |
কাহিনিকার | বিজয় সিরোহি |
শ্রেষ্ঠাংশে | রাজেশ খান্না গৌরী কুলকার্নি আরিয়ান বৈদ আর্যমান রামসে রাজা মুরাদ |
সুরকার | হৃজু রায় সৈয়দ আহমদ |
চিত্রগ্রাহক | আকরাম খান |
সম্পাদক | ইরফান শেখ |
প্রযোজনা কোম্পানি | ল্যান্ডক্র্যাফট বিজয় সিরোহি প্রোডাকশনস |
পরিবেশক | জয় বিরাট এন্টারটেইনমেন্ট লিমিটেডের মনোজ নন্দওয়ানা |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
অভিনয়শিল্পী
সম্পাদনা- রাজেশ খান্না - সাহেব
- গৌরী কুলকার্নি
- আর্যমান রামসে - বিজয়
- রাজা মুরাদ - মিনিস্টার
- আর্যমান বৈদ - শক্তি
- বিশ্বজিৎ প্রধান - সন্দীপ মারভা
পটভূমি
সম্পাদনারিয়াসত চলচ্চিত্রের গল্পটি সাহেব সম্পর্কে, যিনি একটি রাজ্য প্রতিষ্ঠা করেছেন। নগরবাসীর কাছে তাকে গডফাদার মনে গণ্য করা হয়। সাহেব সচেতন হন যে কিছু অসামাজিক লোক কোনো ভালো উদ্দেশ্য ছাড়াই শহরে ঢুকেছে। সেখানে একটি যুদ্ধ শুরু হয় এবং সাহেব তার রাজ্য রক্ষা করেন। কিন্তু, এই যুদ্ধটি সাহেবের জীবনকে চিরতরে বদলে দেয়।[৩]
সঙ্গীত
সম্পাদনানং. | শিরোনাম | শিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "সাজা হ্যায়" | মোহাম্মদ সালামত, শিবানী নিগম | |
২. | "রাত কে বারা" | রীমা নাথিনিয়েল |
প্রযোজনা
সম্পাদনাচলচ্চিত্রটি পরিচালনা করেছেন অশোক ত্যাগী এবং বিজয় সিরোহি প্রোডাকশনের অধীনে যৌথভাবে প্রযোজনা করেছেন বিজয় সিরোহি ও দিবাকর সিঙ্ঘল।[৪] চলচ্চিত্রটির চিত্রগ্রহণ হয়েছে মুম্বই, দিল্লি, গাজিয়াবাদ এবং নয়ডায়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Rajesh Khanna's Last Film To Finally Release"। ২৬ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৪।
- ↑ "Rajesh Khanna's last film to release on his second death anniversary"। The Times of India। ২০১৪-০৬-২৮। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৮।
- ↑ "Rajesh Khanna's Riyasat To Release Soon"। archive.ph। ২০১৪-০৬-২৬। Archived from the original on ২০১৪-০৬-২৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৮।
- ↑ "Rajesh Khanna's last film to be released in December"। The Times of India। ২০১২-০৭-২০। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে রিয়াসত (ইংরেজি)
- বলিউড হাঙ্গামায় রিয়াসত (ইংরেজি)