রিচার্ড এস. কাস্তেলানো

মার্কিন অভিনেতা

রিচার্ড সালভাতোরে কাস্তেলানো (ইতালীয়: Richard Salvatore Castellano; ৪ সেপ্টেম্বর ১৯৩৩ - ১০ ডিসেম্বর ১৯৮৮) ছিলেন একজন মার্কিন অভিনেতা। তিনি তার অস্কার মনোনীত লাভার্স অ্যান্ড আদার স্ট্রেঞ্জার্স (১৯৭০) এবং পরবর্তীতে দ্য গডফাদার (১৯৭২) চলচ্চিত্রের পিটার ক্লেমেঞ্জা চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক স্মরণীয়।[১] তিনি পরবর্তীতে গডফাদার-এর টেলিভিশন স্পিন-অফ মিনি ধারাবাহিক দ্য গডফাদার সাগা (১৯৭৭)-এ চলচ্চিত্রে তার অভিনীত চরিত্রে অভিনয় করেন।

রিচার্ড এস. কাস্তেলানো
Richard S. Castellano
১৯৭২ সালে রিচার্ড এস. কাস্তেলানো
জন্ম
রিচার্ড সালভাতোরে কাস্তেলানো

(১৯৩৩-০৯-০৪)৪ সেপ্টেম্বর ১৯৩৩
মৃত্যু১০ ডিসেম্বর ১৯৮৮(1988-12-10) (বয়স ৫৫)
নর্থ বার্জেন, নিউ জার্সি, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুর কারণহার্ট অ্যাটাক
জাতীয়তামার্কিন
অন্যান্য নামরিচার্ড কাস্তেলানো
পেশাঅভিনেতা
আত্মীয়পল কাস্তেলানো (চাচা)

প্রারম্ভিক জীবন সম্পাদনা

কাস্তেলানো ১৯৩৩ সালের ৪ঠা সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটির দ্য ব্রংক্‌সে এক ইতালীয় ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার স্ত্রীয়ের ভাষ্য অনুসারে তিনি গাম্বিনোর অপরাধের সাথে সম্পৃক্ত পরিবারের প্রধান পল কাস্তেলানোর ভাইপো।[১]

মৃত্যু সম্পাদনা

তিনি ১৯৮৮ সালের ১০ই ডিসেম্বর নিউ জার্সির নর্থ বার্জেনে ৫৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. লুমেনিক, লু (১১ মার্চ ২০১২)। "Leave the gun– Take my career"নিউ ইয়র্ক পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা