রিচার্ড আর্নেস্ট বেলম্যান

মার্কিন গণিতবিদ

রিচার্ড আর্নেস্ট বেলম্যান একজন মার্কিন ফলিত গণিতবিদ।

রিচার্ড আর্নেস্ট বেলম্যান
জন্ম
রিচার্ড আর্নেস্ট বেলম্যান

(১৯২০-০৮-২৬)২৬ আগস্ট ১৯২০
মৃত্যুমার্চ ১৯, ১৯৮৪(1984-03-19) (বয়স ৬৩)
লস অ্যাঞ্জেলেস, মার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনপ্রিন্সটন বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অব উইসকনসিন, ম্যাডিসন
ব্রুকলিন কলেজ
পরিচিতির কারণডায়নামিক প্রোগ্রামিং
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রগণিত and কন্ট্রোল থিওরি
প্রতিষ্ঠানসমূহইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া;
র‍্যান্ড কর্পোরেশন;
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
ডক্টরাল উপদেষ্টাSolomon Lefschetz

বেলম্যান ১৯২০ সালের ২৬ অগাস্ট নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি ব্রুকলিন কলেজ থেকে ১৯৪১ সালে গণিতে বিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৪৩ সালে ইউনিভার্সিটি অব উইসকনসিন, ম্যাডিসন থেকে গণিতে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৪৬ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। [][]

পুরস্কার ও সম্মাননা

সম্পাদনা
  • ফেলো, আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস, ১৯৭৫
  • সদস্য, ন্যাশনাল অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিং, ১৯৭৭
  • সদস্য, ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস
  • আইইই মেডেল অব অনার, ১৯৭৯

তথ্যসূত্র

সম্পাদনা