রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়

রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় (হিন্দি: राष्ट्रीय नाट्य विद्यालय) বা ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) হল ভারতের নতুন দিল্লিতে অবস্থিত একটি নাট্যতত্ত্ব প্রশিক্ষণের প্রতিষ্ঠান। এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ১৯৫৯ সালে সঙ্গীত নাটক অকাদেমি কর্তৃক এটি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৫ সালে স্বাধীন বিদ্যালয় হিসেবে কার্যক্রম শুরু করে।[১] ২০০৫ সালে এটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভের জন্য সুপারিশকৃত হলেও ২০১১ সালে এই প্রস্তাবনা বাতিল করা হয়।[২]

রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়
ধরনসরকারি
স্থাপিত১৯৫৯
চেয়ারম্যানঅর্জুন দেও চরণ (২০১৮-বর্তমান)
পরিচালকসুরেশ শর্মা (২০১৮-বর্তমান)
ঠিকানা
বাহাওয়ালপুর হাউজ
, ,
ভারত
শিক্ষাঙ্গনশহর
অধিভুক্তিসঙ্গীত নাটক অকাদেমি
ওয়েবসাইটnsd.gov.in
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

এই বিদ্যালয়ের উদ্ভব ঘটে ১৯৫৪ সালে একটি সম্মেলন থেকে, যেখানে নাট্যতত্ত্বের জন্য একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠানের ধারণা প্রদান করা হয়। এরপর ১৯৫৫ সালে একটি খসড়া প্রস্তুত করা হয় এবং সঙ্গীত নাটক অকাদেমি, যার সভাপতি ছিলেন জওহরলাল নেহরু, এই প্রতিষ্ঠানের পরিকল্পনা শুরু করেন। ইতোমধ্যে, দিল্লিতে ভারতীয় নাট্য সংঘ (বিএনএস) ইউনেস্কোর সহযোগিতায় স্বাধীনভাবে ১৯৫৮ সালের ২০শে জানুয়ারি এশিয়ান থিয়েটার ইনস্টিটিউট (এটিআই) প্রতিষ্ঠা করে। ১৯৫৮ সালের জুলাই মাসে ভারত সরকারের রাষ্ট্রীয় সঙ্গীত, নৃত্য ও নাট্য অকাদেমি হিসেবে পরিচিত সঙ্গীত নাটক অকাদেমি এটিআইয়ের দায়িত্বভার গ্রহণ করে।[৩]

পরের বছর সরকার এটিকে নতুন প্রতিষ্ঠিত বিদ্যালয়ের সাথে একত্রিত করে এবং এর মধ্য দিয়েই ১৯৫৯ সালের এপ্রিলে সঙ্গীত নাটক অকাদেমির পৃষ্ঠপোষকতায় এনএসডি প্রতিষ্ঠিত হয়। শুরুতে বিদ্যালয়টি নিজামউদ্দিন ওয়েস্টে অবস্থিত ছিল এবং একে রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় ও এশীয় থিয়েটার ইনস্টিটিউট বলে ডাকা হত। এর প্রথম ব্যাচ ১৯৬১ সালে পাশ করে।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. কোডি, গ্যাব্রিয়েল এইচ.; স্প্রিনচর্ন, এভার্ট (২০০৭)। The Columbia Encyclopedia of Modern Drama (ইংরেজি ভাষায়)। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় প্রেস। আইএসবিএন 978-0-231-14422-3। সংগ্রহের তারিখ ১ মে ২০২০ 
  2. "PMO wants deemed varsity tag for NSD, institute disagrees"দি ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। ৮ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ১ মে ২০২০ 
  3. "The Sunday Tribune - Spectrum"দ্য ট্রিবিউন। ১৫ মার্চ ২০০৯। সংগ্রহের তারিখ ১ মে ২০২০ 
  4. "Theatre is revelation (Interview)"দ্য হিন্দু। ২৪ ফেব্রুয়ারি ২০০৮। ২ মার্চ ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:ভারতের নাট্য বিদ্যালয়