রায়গড় রাজ্য ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ রাজ্যটি গোণ্ড জাতির রাজগোণ্ড বংশের রাজাদের দ্বারা শাসিত হতো।[][]

রায়গড় রাজ্য
रायगढ़
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য
১৯১১–১৯৪৭
পতাকা

Raigarh State in the ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত রায়গড় রাজ্যের মানচিত্র
আয়তন 
• ১৮৯২
৩,৮৪৯ বর্গকিলোমিটার (১,৪৮৬ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৮৯২
১,২৮,৯৪৩
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
১৯১১
১৯৪৭
উত্তরসূরী
ভারত
রায়গড় দেশীয় রাজ্য

ইতিহাস

সম্পাদনা

রায়গড় জমিদারিটি ১৬২৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯১১ খ্রিস্টাব্দে এই জমিদার ও ব্রিটিশদের দ্বারা দেশীয় রাজ্যের মর্যাদা পায়। [] রাজ্যটি ৩,৮৪৮ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল এবং ১৯০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে এটির জনসংখ্যা ছিল ১,৭৪,৯২৯ জন। রাজ্যটির রাজধানী সদরদপ্তর ছিল রায়গড় শহরে ১৯০১ খ্রিস্টাব্দে এর জনসংখ্যা ছিল ৬,৭৬৪ জন। [][]

রায়গড়ের রাজারা বর্তমান ওড়িশার বড়গড় অঞ্চলেও নিজেদের জমিদারিত্ব প্রতিষ্ঠা করেছিলেন।ওই অঞ্চল অধিক পরিচিত হওয়ায় তারা বড়গড়ের জমিদার নামেও পরিচিত ছিলেন। [] ১৬২৫ খ্রিস্টাব্দ নাগাদ সম্বলপুরের রাজা দার্য সিংহকে রায়গড়ের সিংহাসনে সামন্ত রাজা হিসেবে বসান। [] ১৯১১ খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ শাসন চলাকালীন রাজা বাহাদুর ভূপ দেওসিংহের রাজত্বকালে এই জমিদারিটি দেশীয় রাজ্যে উন্নীত হয়।[][]

রাজ্যটির উল্লেখযোগ্য শাসকদের মধ্যে রয়েছেন দেবনাথ সিংহ যিনি সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশদের সহায়তা করেছিলেন।[] অন্যান্য উল্লেখ্য রাজা হলেন রাজা বাহাদুর ভূপ দেওসিংহ,[] রাজা চক্রধর সিংহ প্রমূখ।[] রাজা চক্রধর সিংহ কত্থক নাচ এবং হিন্দুস্তানি সংগীতের তার দক্ষতার জন্য পরিচিত ছিলেন। তিনি গানের জগতে নতুন ‌রায়গড় ঘরানার স্রষ্টা।[] তাহার পুত্র রাজা ললিত কুমার সিংহ ছিলেন এই রাজ্যের শেষ রাজা তিনি ১৯৪৭ খ্রিস্টাব্দে ১৪ই ডিসেম্বর তারিখে রাজ্যটি ভারতে সংযুক্তির কথা পরিকল্পনা করেন। এই রাজ্যটির সাথে অন্যান্য দেশীয় রাজ্য তথা জশপুর, সক্তী, সারণগড় এবং উদয়পুর রাজ্যকে একত্রিত করে গঠন করা হয় রায়গড় জেলা যা বর্তমানে ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। [][]

শাসকবর্গ

সম্পাদনা
  • ১৮০০ - ১৮৩০ জুঝর সিংহ
  • ১৮৩০ - ১৮৬৩ দেবনাথ সিংহ
  • ১৮৬৩ - ১৮৯০ ঘনশ্যাম সিংহ
  • ১৮৯০ - ১৯১১ ভূপদেও সিংহ

রাজা বাহাদুর

সম্পাদনা
  • ১৯১১ - ২২ মার্চ ১৯১৭ ভূপদেও সিংহ
  • ২২ মার্চ ১৯১৭ - ফেব্রুয়ারি ১৯২৪ রাজা নেতুয়ার সিংহ
  • ২৩ আগস্ট ১৯২৪ - ১৫ আগস্ট ১৯৪৭ লালচক্রধর সিংহ
  • ১৫ আগস্ট ১৯৪৭ - ১ আগস্ট ১৯৪৮ ললিতকুমার সিংহ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "King Chakradhar Singh"। Raigarh district, Official website। ২২ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৪ 
  2. "Raigarh State"Imperial Gazetteer of India, Volume 21। ১৯০৯। পৃষ্ঠা 45–47। সংগ্রহের তারিখ ২০১৪-০২-১৯ 
  3. Princely States of India
  4. Indian States: A Biographical, Historical, and Administrative Survey edited by Arnold Wright। ১৯২২। পৃষ্ঠা 625–626। 
  5. Report on the Administration of the Feudatory States of the Central Provinces 1921 pp:37-38
  6. Raigarh darbar by P. D. Ashirwadam Agam Kala Prakashan, 1990 On the contribution of Chakradhar Singh, Raja of Raigarh, 1905-1947, to Kathak dance and Hindustani music.
  7. Publication by Gokhale Institute of Politics and Economics - 1973- Issue 61 - Page 346
  8. India Today 1992- Page 74