রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল হল পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অবস্থিত একটি সরকারিভাবে পরিচালিত চিকিৎসা মহাবিদ্যালয়। এই মহাবিদ্যালয়টি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এটি প্রধানত উত্তর দিনাজপুর জেলার মানুষকে প্রতিরোধমূলক, রোগ নির্ণয় ও নিরাময়মূলক পরিষেবা প্রদান করে।

রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
বাংলায় নীতিবাক্য
সম্প্রদায়ের প্রতি অঙ্গীকার
ধরনসরকারি চিকিৎসা মহাবিদ্যালয়
স্থাপিত২০১৮; ৬ বছর আগে (2018)
অধিভুক্তিডব্লিউবিইউএইচএস, এনএমসি
অধ্যক্ষঅধ্যাপক (ড.) কৌশিক সমাজদার
স্নাতকপ্রতিবছর ১০০ জন
অবস্থান, ,
৭৩৩১৩৪
,
ভারত

২৫°৩৬′৩৬″ উত্তর ৮৮°০৭′৫৭″ পূর্ব / ২৫.৬০৯৯° উত্তর ৮৮.১৩২৫° পূর্ব / 25.6099; 88.1325
শিক্ষাঙ্গনশহুরে
ওয়েবসাইটwww.raiganjgmch.org
মানচিত্র

বিদ্যায়ত

সম্পাদনা

মেডিক্যাল কলেজ ও হাসপাতালটি দুটি ভিন্ন বিদ্যায়ত নিয়ে গঠিত। প্রধান বিদ্যায়ত ড. বি.সি. রায় সরণিতে (জেলা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল ক্যাম্পাস, মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাস) এবং একাডেমিক কার্যক্রমের জন্য আরও একটি বিদ্যায়ত প্রধান হাসপাতাল বিদ্যায়ত থেকে কয়েক কিলোমিটার দূরে আব্দুলঘাটায় কুলিক নদীর তীরে নির্মাণাধীন রয়েছে।

প্রশাসন

সম্পাদনা

মহাবিদ্যালয়েরটি কলেজ কাউন্সিল দ্বারা পরিচালিত হয়, যার মধ্যে অধ্যক্ষ ও ডিন সহ ২১ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। বর্তমানে, কৌশিক সমাজদার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসাবে নিযুক্ত রয়েছেন।[]

এছাড়াও পৃথকভাবে চিকিৎসা শিক্ষা কমিটিহাসপাতাল পর্যবেক্ষণ কমিটি যথাক্রমে চিকিৎসা বিষয়ক পঠন-পাঠন ও হাসপাতাল পরিচালনা করে। অধ্যক্ষ চিকিৎসা শিক্ষা কমিটির সভাপতিত্ব করেন, অপরদিকে মেডিকেল সুপারিনটেনডেন্ট সহ উপাধ্যক্ষ (এমএসভিপি) হাসপাতাল পর্যবেক্ষণ কমিটির সভাপতিত্ব করেন।[][]

অধ্যয়ন বিষয়ক

সম্পাদনা

প্রতিবছর ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরিচালিত ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রেন্স টেস্টে উত্তীর্ণ শিক্ষার্থীরা রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তির আবেদনের সুযোগ লাভ করে। মহাবিদ্যালয়ের মোট আসনের (১০০টি) মধ্যে ৮৫ শতাংশ আসনে রাজ্যের স্থানীয় শিক্ষার্থী ও ১৫ শতাংশ আসনে সর্বভারতীয় শিক্ষার্থীদের ভর্তি করা হয়।

গ্রন্থাগার

সম্পাদনা

কেন্দ্রীয় গ্রন্থাগারটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য পাঠ্য বই সহ জার্নাল ও ইন্টারনেট মাধ্যমে ই-বই পাঠের সুবিধা প্রদান করে। অনুষদদের জন্য অনুষদ পঠন এলাকা ও শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের পঠন এলাকা নামে দুটি পৃথক কক্ষ রয়েছে। এছাড়াও ই-বই পাঠের জন্য ই-লার্নিং এলাকা রয়েছে।[]

গ্রন্থাগারে ৩ হাজারের বেশি বই এবং দেশীয় ও বিদেশি সহ ৫০ টির অধিক জার্নাল রয়েছে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "College Council"। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২২ 
  2. "Medical Education Committee"। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২ 
  3. "Hospital Monitoring Committee"। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২ 
  4. "Library and Information Center"। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২ 

বহিঃসংযোগ

সম্পাদনা