রাম মুখার্জী

ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার

রাম মুখার্জী (১৮ অক্টোবর ১৯৩৩ - ২২ অক্টোবর ২০১৭) ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং হিন্দি এবং বাংলা চলচ্চিত্রের চিত্রনাট্যকার। তিনি মুম্বাইয়ের ফিল্মালয় স্টুডিওর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।[১] তিনি দিলীপ কুমার এবং বৈজয়ন্তীমালা অভিনীত তার চলচ্চিত্র হাম হিন্দুস্তানি (১৯৬০) এবং লিডার (১৯৬৪)) এর জন্য সর্বাধিক পরিচিত।[২] তিনি মুখার্জি-সমর্থ পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন, তাঁর পিতা রবীন্দ্রমোহন মুখার্জি ছিলেন শশধর মুখার্জির বড় ভাই , যিনি ছিলেন ফিল্মালয় স্টুডিওর অন্যতম প্রতিষ্ঠাতা। তার স্ত্রী কৃষ্ণা মুখার্জি একজন প্লেব্যাক গায়ক, তার মেয়ে রানী মুখার্জী বিখ্যাত বলিউড অভিনেত্রী [৩] এবং তার ছেলে পরিচালক রাজা মুখার্জি।রাজা মুখার্জি বিধাতার খেলা (২০০৭) এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করার আগে কয়েকটি ছবিতে তার বাবাকে সহায়তা করেছিলেন।.[৪] তিনি এর আগে, ১৯৯৬ সালে তার মেয়ে রানী মুখার্জির অভিষেক সিনেমা, বিয়ের ফুল পরিচালনা ও প্রযোজনা করেছিলেন,[৫] এবং ১৯৯৭ সালে তার হিন্দি ফিল্ম অভিষেক রাজা কি আয়েগি বারাত প্রযোজনা করেন।.[৬] রাম মুখার্জি ২২ অক্টোবর ২০১৭-এ তার ৮৪ তম জন্মদিনের চার দিন পর ৮৪ বছর বয়সে মারা যান.[৭]

রাম মুখার্জী
জন্ম(১৯৩৩-১০-১৮)১৮ অক্টোবর ১৯৩৩
মৃত্যু২২ অক্টোবর ২০১৭(2017-10-22) (বয়স ৮৪)
জাতীয়তাভারতীয়
পেশাপরিচালক
চিত্রনাট্যকার
প্রযোজক
দাম্পত্য সঙ্গীকৃষ্ণা মুখার্জী (বি. ১৯৭২; স্বামীর মৃত্যু ২০১৭)
সন্তান
পরিবারমুখার্জী-সমর্থ পরিবার

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

বছর চলচ্চিত্র ভাষা চিত্রনাট্যকার পরিচালক প্রযোজক অভিনয়ে নোট
১৯৬০ হাম হিন্দুস্তানি হিন্দি হ্যাঁ সুনীল দত্ত, আশা পরেখ, হেলেন, জয় মুখার্জী
১৯৬৪ লিডার হ্যাঁ হ্যাঁ দিলীপ কুমার, বৈজয়ন্তীমালা, মতিলাল
১৯৬৯ সম্বন্ধ হ্যাঁ
১৯৭২ এক বার মুস্কুরা দো হ্যাঁ জয় মুখার্জী, তনুজা, দেব মুখার্জী
১৯৯২ রক্তলেখা বাংলা হ্যাঁ চিরঞ্জিত, প্রসেনজিৎ, দেবশ্রী
১৯৯৩ তোমার রক্তে আমার সোহাগ হ্যাঁ চিরঞ্জিত, তাপস পাল, দেবশ্রী রায়
১৯৯৪ রক্ত নদীর ধরা হ্যাঁ চিরঞ্জিত, প্রসেনজিৎ, দেবশ্রী
১৯৯৬ বিয়ের ফুল হ্যাঁ প্রসেনজিৎ চ্যাটার্জী, রানী মুখার্জী, ইন্দ্রানী হালদার

সূত্র তালিকা সম্পাদনা

  1. https://archive.today/20140822074905/http://www.hindustantimes.com/photos-news/photos-cinema/bdaywishesforthequeen/Article4-521279.aspx। ২২ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২১  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  2. Mahaan, Deepak (২০১০-০৬-২৪)। "Leader (1964)"The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৯ 
  3. "Rani's getting married next year, says father Ram Mukherjee"DNA India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৯ 
  4. "Enter, queen bee's brother"The Telegraph, Calcutta। ১৯ জানুয়ারি ২০০৬। 
  5. "Sikkim sojourn"The Telegraph - Calcutta। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-২২ 
  6. Das, Amit (১ জুলাই ২০০৮)। "I didn't want to join films initially: Rani Mukerji"Hindustan Times। ১৩ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১২ 
  7. "Ram Mukherjee, director of Hum Hindustani and Rani Mukerji's father, passes away"। Firstpost। ২২ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা


টেমপ্লেট:India-film-bio-stub