রাম বসু (কবিয়াল)

বাঙালি কবিয়াল

রাম বসু (১৭৮৬—১৮২৮) একজন বিখ্যাত বাঙালি কবিয়াল। বিরহ-সঙ্গীত ও বাংলা আগমনী গান রচনায় তার বিশেষ খ্যাতি ছিল। বিরহ-সঙ্গীত রাজা বলা হত তাকে।[]

তাকে বাংলা সাহিত্যের কণিষ্ক বলা হয়।

১৭৮৬ সালে রাম বসু হাওড়া জেলার অন্তর্গত শালিখা গ্রামে জন্মগ্রহণ করেন। জোড়াসাঁকোর পিসির বাড়িতে থেকে তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন। এই সময় তিনি কবিতা লিখতেন। এরপর রাম বসু অল্প ইংরেজি ভাষা আয়ত্ত করে কলকাতার একটি অফিসে কেরানি পদে যোগদান করেন। এই সময় তিনি বিখ্যাত কবিয়াল ভবানী বণিক, নীলু ঠাকুর, মোহন সরকার, ঠাকুরদাস সিংহের দলের জন্য গান রচনা করতেন। তাঁর কাব্যখ্যাতি পড়লে নিজেই চাকরি ছেড়ে দিয়ে একটি কবিগানের দল তৈরি করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Sarkar, Jatin। Bangladesher Kobigan। Atmajaa Publishers। 
  2. "অনুশীলন, অভিধান, বাংলা পাঠ্য-ভাষাংশ এবং সহায়ক বিশ্বকোষ কার্যক্রম"onushilon.org। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৫