রাম্মাম নদী

ভারতের নদী

রাম্মাম নদী হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় প্রবাহিত একটি জল প্রবাহিকা। এই নদীটি সিঙ্গালিলা পর্বত শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে দার্জিলিং শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়ে রঙ্গীত নদীর সঙ্গে মিলিত হয়েছে।

রাম্মাম নদী
প্রাকৃতিক বৈশিষ্ট্য
মোহনারঙ্গীত নদী
অববাহিকার বৈশিষ্ট্য
নদী ব্যবস্থাতিস্তা নদী ব্যবস্থা

জলবিদ্যুৎ কেন্দ্র সম্পাদনা

রাম্মাম নদীর উপর রাম্মাম জলবিদ্যুৎ কেন্দ্র করে উঠেছে। বর্তমানে এই নদীর উপর রাম্মাম জলবিদ্যুৎ কেন্দ্র-৩ গঠন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কেন্দ্রটি থেকে ৮৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. সংবাদদাতা, নিজস্ব। "এনটিপিসি-র রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্প পাঁচ বছরেই"আনন্দবাজার প্রত্রিকা। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৫