রামপুর ইউনিয়ন, চাঁদপুর সদর

চাঁদপুর জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন

রামপুর বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত চাঁদপুর সদর উপজেলার একটি ইউনিয়ন

রামপুর
ইউনিয়ন
৫নং রামপুর ইউনিয়ন পরিষদ
রামপুর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
রামপুর
রামপুর
রামপুর বাংলাদেশ-এ অবস্থিত
রামপুর
রামপুর
বাংলাদেশে রামপুর ইউনিয়ন, চাঁদপুর সদরের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১৪′২০″ উত্তর ৯০°৪৫′২০″ পূর্ব / ২৩.২৩৮৮৯° উত্তর ৯০.৭৫৫৫৬° পূর্ব / 23.23889; 90.75556 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচাঁদপুর জেলা
উপজেলাচাঁদপুর সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
জনসংখ্যা
 • মোট২১,৮৯২
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৬০০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

রামপুর ইউনিয়নের আয়তন ৩,০২৫ একর।[১]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী রামপুর ইউনিয়নের জনসংখ্যা ২১,৮৯২ জন। এর মধ্যে পুরুষ ১০,১৮৬ জন এবং মহিলা ১১,৭০৬ জন। মোট পরিবার ৪,৬৬১টি।[১]

অবস্থান ও সীমানা সম্পাদনা

চাঁদপুর সদর উপজেলার সর্ব-পূর্বে রামপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে শাহ মাহমুদপুর ইউনিয়ন, দক্ষিণে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নবালিথুবা পূর্ব ইউনিয়ন, পূর্বে হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়ন এবং উত্তরে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

রামপুর ইউনিয়ন চাঁদপুর সদর উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চাঁদপুর সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬২নং নির্বাচনী এলাকা চাঁদপুর-৩ এর অংশ। এটি ১২টি মৌজায় বিভক্ত এবং এ ইউনিয়নের গ্রামগুলো হলো:[২]

  • সকদী পাঁচগাঁও
  • রাড়িরচর
  • চান্দের বাগ
  • মনিহার
  • দেবপুর
  • চর বাকিলা
  • ছোট সুন্দর
  • আলগী
  • কামরাঙ্গা
  • বড় সুন্দর
  • পাঁচবাড়িয়া
  • রামপুর

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী রামপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৬৬.২%।[১] এ ইউনিয়নে ১টি কলেজ, ১টি কামিল মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৮টি মাদ্রাসা এবং ১৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

সড়ক পথে: চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক হতে মহামায়া –ছোটসুন্দর-বদর খোলা –কামরাঙ্গা বাজার –মনিহার হয়ে বাকিলা বাজার।

রেলওয়ে: চাঁদপুর -লাকসাম রুটে মধুরোড স্টেশন।

খাল ও নদী সম্পাদনা

জমজমা খালটি রামপুর ইউনিয়নের বৃহৎ খাল। জমজমা খালটি ডাকাতিয়া নদী হতে উৎপন্ন হয়ে আলগী সকদী পাঁচগাঁও দিয়ে রাজারগাঁও হয়ে মতলবে প্রবেশ করেছে।

হাট-বাজার সম্পাদনা

১. ছোটসুন্দর বাজার

২. কামরাঙ্গা বাজার

৩. রাজার হাট বাজার

৪. আলগী পোলের গোড়া বাজার

৫. বদরখোলা বাজার

দর্শনীয় স্থান সম্পাদনা

১. ডাকাতিয়া নদীর পাড়

২. প্রায় ৩০০ বছরের পুরাতন মোঘল আমলের মসজিদ

ভাষা সম্পাদনা

অত্র উপজেলার মানুষ বাংলাভাষী। কুমিল্লা চাঁদপুর অঞ্চলের ভাষার বৈশিষ্ট্য একই রকম, একই সাংস্কৃতিক পরিমণ্ডলে অবস্থিত বলে এর লোক সংস্কৃতি, লোক ঐতিহ্য, লোক ক্রীড়া আচার অনুষ্ঠান প্রায় একই রকম। এখানকার মানুষ প ও ফ স্থলে “হ” উচ্চারন করে। যেমন- পানি<হানি, ফুল<হুল। আমি<আঁই। 'কলা' উচ্চারণ স্থানীয়ভাবে “কেলা” বলা হয়। ক্রিয়াপদে পুরুষ ভেদে “ছত্তি”, “ছেন্নি” উচ্চারিত হয়। “এ” স্থলে অনেক ক্ষেত্রে “অ” উচ্চারিত হয়। যেমন- এখন<অন।

“মহাপ্রাণ” ব্যবহার নেই বল্লেই চলে যেমন-গ,চ,ট,ত,প,স এর ব্যবহার বেশি। অন্যদিকে ঘ,ছ,ঠ,থ,ফ,ভ,শ এর ব্যবহার খুবই সীমিত। কোন কোন ক্ষেত্রে “ঠ” এর স্থানে “ড” উচ্চারিত হয় যেমন কাঠাল<কাঁডাল।

অঞ্চলভেদে চাঁদপুর এলাকার ভাষা ব্যবহারে কিছু ভিন্নতা লক্ষ্য করা যায়। বিশেষ করে যারা শাহবাজপুর থেকে লক্ষ্মীপুরে বসতী গড়েছে তাদের ভাষাগত প্রভেদ সহজেই ধরা পড়ে। এছাড়া ফরিদপুর এলাকা থেকে আগত লোকদের মুখের ভাষার কিছুটা ভিন্নতা রয়েছে।

এছাড়া ও পুঁথি পাঠছাড়াও এই অঞ্চলের মানুষ বিভিন্ন উৎসবে পালাগান, বিয়ের গান, মার্ফতি গান, গোঁসা গান, খেমটা গানের আয়োজন করে থাকে। [৩]

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

জনপ্রতিনিধি সম্পাদনা

চেয়ারম্যানঃ আল মামুন পাটোয়ারি

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৯ 
  2. "এক নজরে ৫নং রামপুর ইউনিয়ন পরিষদ"রামপুর ইউনিয়ন। ১২ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২০ 
  3. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; রামপুর ইউনিয়ন নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি

বহিঃসংযোগ সম্পাদনা

রামপুর ইউনিয়নের অফিসিয়াল সরকারী ওয়েবসাইট