রাবাআ আল-আদাওইয়া মসজিদ

মিশরের মসজিদ

রাবাআ আল-আদাওইয়া মসজিদ (আরবি: مسجد رابعة العدوية, মিশরীয় আরবি: ˈɾɑbʕɑ l.ʕædæˈwejjæ), (এছাড়াও রাবিয়া আল-আদাওইয়া, রাবাআ এল-আদাওইয়া অথবা রাবাআ এল-আদাওয়েয়া রূপেও প্রতিবর্ণীকৃত করা হয়) হচ্ছে মিসরের পূর্ব কায়রোর নসর সিটি জেলার উত্তর প্রান্তে অবস্থিত একটি মসজিদ। ৮ম শতাব্দীর প্রখ্যাত সুফি সাধিকা রাবেয়া বসরী বা রাবিয়া আল-আদাওইয়ার নামানুসারে মসজিদটির নামকরণ করা হয়।

রাবাআ আল-আদাওইয়া মসজিদ
রাবাআ আল-আদাওইয়া মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
শাখা/ঐতিহ্যসুন্নি ইসলাম
স্থাপত্য
ধরনমসজিদ

আংশিকভাবে কায়রোর পূর্ব কবরস্থানের নিকটবর্তী হওয়ার কারণে এই মসজিদে আনোয়ার সাদাত ও মামুন আল-হুদায়বি সহ বেশ কয়েকজন উচ্চপর্যায়ের ব্যক্তির জানাজা অনুষ্ঠিত হয়েছে।[১]

২০১৩ সালের জুলাইয়ে মিশরীয় জেনারেল এবং প্রতিরক্ষা মন্ত্রী আবদেল ফাত্তাহ আল-সিসি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিশরের প্রথম গণতান্ত্রিক ভাবে নির্বাচিত রাষ্ট্রপতি মুহাম্মাদ মুরসিকে ক্ষমতা থেকে অপসারণ করার পর রাবাআ আল-আদাওইয়া মসজিদ এবং সংলগ্ন রাবাআ স্কয়ার মুহাম্মাদ মুরসির সমর্থকদের বিক্ষোভের কেন্দ্রেস্থলে পরিণত হয়।

পরবর্তীতে ২০১৩ সালের আগস্টে মিসরীয় নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমাতে সহিংসভাবে এই অঞ্চলটিতে হামলা করে। বিক্ষোভকারী দের সরিয়ে নিতে করা হামলায় কমপক্ষে ৬৩৮ জন মারা যায়। ১৪ই আগস্টে তারা মসজিদটির অনেকাংশ গুড়িয়ে দেয়। এই ঘটনাটি ২০১৩ সালের আগস্টের রাবার হত্যাকাণ্ড নামে পরিচিতি পায়। [২][৩] পরে মিশরীয় সশস্ত্র বাহিনীর নির্দেশে মসজিদটি পুনর্নির্মাণ করা হয়।

রাবিয়া আল-আদাউইয়া মসজিদ সমিতি সম্পাদনা

১৯৯৩ সালে রাবিয়া আল-আদাউইয়া মসজিদ সমিতি প্রতিষ্ঠিত হয়। এই সমিতিটি কায়রোতে পরোপকার এবং উন্নয়নের ক্ষেত্রে কাজ করে। চ্যান্সেলর সৈয়দ সোবকি-এর নেতৃত্বে এই সমিতির পরিচালনা পর্ষদ ১১ জন সদস্য নিয়ে গঠিত। তারা ৩০০ জন স্বেচ্ছাসেবীর একটি সাধারণ সভা সাথে কাজ করে।[তথ্যসূত্র প্রয়োজন]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Richards, George (আগস্ট ৩, ২০১৩)। "Why Rabaa Al-Adaweya?: The Story Behind the Mosque"Muftah। জুলাই ২১, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১২, ২০১৪ 
  2. Mohsen, Manar (আগস্ট ১৬, ২০১৩)। "Health Ministry raises death toll of Wednesday's clashes to 638"Daily News Egypt। আগস্ট ১৯, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১২, ২০১৪ 
  3. "Egypt bloodshed draws condemnation, calls for dialogue"। CBC News। আগস্ট ১৪, ২০১৩। আগস্ট ১৯, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১২, ২০১৪