রাণীনগর ইউনিয়ন
পাবনা জেলার সুজানগর উপজেলার একটি ইউনিয়ন
(রানীনগর ইউনিয়ন থেকে পুনর্নির্দেশিত)
রাণীনগর ইউনিয়ন পাবনা জেলার সুজানগর উপজেলা র আমিনপুর থানার একটি ইউনিয়ন
রানীনগর | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে রাণীনগর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৫৩′১″ উত্তর ৮৯°৩৫′২৭″ পূর্ব / ২৩.৮৮৩৬১° উত্তর ৮৯.৫৯০৮৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | পাবনা জেলা |
উপজেলা | সুজানগর উপজেলা |
গণতান্ত্রিক | পাবনা ০২ আসন(সংসদীয় ৬৯ আসন) |
আয়তন | |
• মোট | ১৪.৬২ বর্গকিলোমিটার বর্গকিমি (বিন্যাসন ত্রুটি: invalid input when rounding বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী) | |
• মোট | ২০,৬৮১ প্রায় |
সাক্ষরতার হার | |
• মোট | ৬০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৬৬৮২ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ইতিহাস
সম্পাদনারানীনগর ইউনিয়ন সুজানগর উপজেলার একটি গুরুত্বপূর্ণ এলাকা। ২০১৩ সালের ২০ শে অক্টোবর রানীনগর ইউনিয়ন আমিনপুর থানার অধীনে চলে যায়। [১]
অবস্থান
সম্পাদনাইউনিয়ন পরিষদ
সম্পাদনাযোগাযোগ ব্যবস্থা
সম্পাদনারাস্তা ঘাট
সম্পাদনাহাট বাজার
সম্পাদনাএই ইউনিয়নে হাট-বাজারের সংখ্যা পাঁচটি ।
- ভাটিকয়া হাট
- ভাতশালা হাট
- নাখারাজ হাট
- বাদাই হাট।
- বাঘুলপুর বাজার।[২]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা১। রাণীনগর স্কুল এন্ড কলেজ,ভাটিকয়া।
২। রাণীনগর বিলগাজনা স্কুল এন্ড কলেজ,রানীনগর।
৩। ১৭ নং ভাটিকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দর্শনীয় স্থান
সম্পাদনারানীনগর ইউনিয়নে দর্শনীয় স্থান হিসাবে শোভা পেযেছে বিল গাজনার একাংশ। যেখানে প্রচুর মানুষ এর সৌন্দর্য্য উপভোগ করতে আসেন। অন্য একটি হলো আত্রাই নদীর অববাহিকা। পাবনা বা দেশের যে কোন স্থান হতে পাবনাতে এসে সুজানগরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে, সেখান থেকে রানীনগর এলে এই দৃশ্যগুলো উপভোগ করা সম্ভব হবে।[২]
এনজিও
সম্পাদনাধর্ম ও ধর্মীয় উৎসব
সম্পাদনাখাদ্য
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৮।
- ↑ ক খ http://raninagarup.pabna.gov.bd
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |