রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজ, পাবনা

পাবনা জেলার শিক্ষাপ্রতিষ্ঠান

রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজ পাবনা জেলার প্রাচীনতম ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি পাবনার এডওয়ার্ড কলেজের আঙ্গিনায় অবস্থিত। রাধানগরের তৎকালীন জমিদার মজুমদার পরিবারের আর্থিক অনুদানে এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়।

রাধানগর মজুমদার একাডেমী (স্কুল এন্ড কলেজ) পাবনা
অবস্থান
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সাথে, রাধানগর, পাবনা।

তথ্য
ধরনঅর্ধ-বেসরকারী
নীতিবাক্যজ্ঞানের আলো ফুটে উঠুক সব সবুজের অন্তরে
প্রতিষ্ঠাকাল (1899-12-13) ১৩ ডিসেম্বর ১৮৯৯ (বয়স ১২৪)
বিদ্যালয় জেলাপাবনা
প্রধান শিক্ষকআফজাল হোসেন
শিক্ষকমণ্ডলী৫০+
শ্রেণি৩য় - ১০ম (পিএসসি, জেএসসি, এসএসসি)
শিক্ষার্থী সংখ্যা৩,০০০+
শিক্ষায়তন১.৪৮২৫ একর[তথ্যসূত্র প্রয়োজন]
ডাকনামRMA/আরএমএ
ওয়েবসাইটpabnarmc.edu.bd

ইতিহাস

সম্পাদনা

১৮৭০-৭১ খ্রিস্টাব্দের দিকে স্বর্গীয় দারোগানাথ মজুমদারের দরিদ্র শিক্ষার্থীদের জন্য এই বিদ্যালয় স্থাপন করেন। ১৮৯৯ খ্রিস্টাব্দে পশ্চাৎ শিক্ষা ব্যবস্থার সাথে সঙ্গতি রাখতে দারোগানাথ মজুমদারের সময় সেই বিদ্যাপীঠটি রাধানগর মজুমদার একাডেমী সংক্ষেপে আর এম একাডেমী হয়ে একটি বেতনিক উচ্চ ইংরেজি বিদ্যালয়ে পরিণত হয়।[তথ্যসূত্র প্রয়োজন]

অবকাঠামো

সম্পাদনা

বিদ্যালয়টিতে মাঝারি আকারের একটি খেলার মাঠ এবং তিনটি বড় রয়েছে। মাঠটিতে নিয়মিত সমাবেশ অনুষ্ঠিত হয় এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে খেলাধুলা করে। মাঠটির একপাশে শহীদ মিনার আছে। বিদ্যালয়ের ভবন তিনটি যথাক্রমে ভোকেশনাল, একাডেমিক ও বিজ্ঞান ভবন নামে পরিচিত। এছাড়াও এখানে একটি হল মিলায়তন, একটি ছাত্রাবাস এবং বিদ্যালয়ের সামনে একটি মসজিদ রয়েছে। এখানে একটি কম্পিউটার ল্যাব ছাড়াও একটি স্থায়ী মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং কৃষি শিক্ষার জন্য পাঁচটি পৃথক ল্যাব রয়েছে। এখানে একটি বড় আকারের গ্রন্থাগার রয়েছে।

একাডেমিক কার্যক্রম

সম্পাদনা

বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা দিয়ে থাকে।

কৃতি শিক্ষার্থী

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "আমার স্মৃতিতে রাধানগর মজুমদার একাডেমী পাবনা" (ইংরেজি ভাষায়)। ২০২০-০৬-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৭ 
  2. "দৈনিক জনকন্ঠ || আরএম একাডেমির ১১৯ বছর পূর্তিতে স্মৃতিচারণ"দৈনিক জনকন্ঠ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৭