রাধাকুমুদ মুখোপাধ্যায়

ভারতীয় ইতিহাসবেত্তা

রাধাকুমুদ মুখোপাধ্যায় (ইংরেজি: RadhaKumud Mookerji) ( ২৫ জানুয়ারি ১৮৮৪  – ৯ সেপ্টেম্বর  ১৯৬৩)[১] ) ছিলেন ভারতীয় বাঙালি ইতিহাসবিদ ও বৃটিশ শাসনামলে এক জাতীয়তাবাদী এক ব্যক্তিত্ব। বিশিষ্ট অর্থনীতিবিদ রাধাকমল মুখোপাধ্যায় ছিলেন তার অনুজ।[২]

রাধাকুমুদ মুখোপাধ্যায়
সংসদ সদস্য, রাজ্যসভা
(মনোনীত)
কাজের মেয়াদ
৩ এপ্রিল ১৯৫২ – ২ এপ্রিল ১৯৫৮
ব্যক্তিগত বিবরণ
জন্ম২৫ জানুয়ারি ১৮৮৪
মৃত্যু৯ সেপ্টেম্বর ১৯৬৩
পেশাইতিহাসবিদ

কর্মজীবন সম্পাদনা

রাধাকুমুদ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯০৫ খ্রিস্টাব্দে ডক্টরেট ডিগ্রি লাভ করেন এবং সদ্য প্রতিষ্ঠিত ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনে যোগ দিয়ে বেঙ্গল ন্যাশনাল কলেজে শিক্ষকতা শুরু করেন। ১৯১৫ খ্রিস্টাব্দের পর তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, মহীশূরে বিশ্ববিদ্যালয় লক্ষৌ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।[১]

তিনি ১৯১২ খ্রিস্টাব্দে প্রাচীন ভারতে জলপথে ব্যবসা ও  সামুদ্রিক ক্রিয়াকলাপের উপর রচিত  তার উল্লেখযোগ্য গ্রন্থ " এ হিস্ট্রি অব ইন্ডিয়ান শিপিং" প্রকাশ করেন।

তিনি  দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতীয় বণিকের ও ভ্রমণেচ্ছুকদের বিশাল সামুদ্রিক বহর লক্ষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতীয়দের প্রাধান্য ও সাম্রাজ্য স্থাপনে পক্ষে ধারনার  প্রবক্তা ছিলেন।[৩]

১৮৫৭ খ্রিস্টাব্দে তিনি জনসেবার স্বীকৃতিস্বরূপ পদ্মভূষণ ভূষিত হন।[৪]

গ্রন্থাবলি সম্পাদনা

রাধা কুমুদ মুখোপাধ্যায়ের উল্লেখযোগ্য বইগুলি হল -:[৫]

  • ইন্ডিয়ান শিপিং: প্রথম দিকের টাইমস থেকে ভারতীয়দের সমুদ্রীয় বাণিজ্য এবং মেরিটাইম ক্রিয়াকলাপের ইতিহাস
  • প্রাচীন ভারতীয় শিক্ষা: ব্রাহ্মণ্যবাদী ও বৌদ্ধ (১৯৪)), মতিলাল বানারসিডাস (১৯60০) পুনরায় মুদ্রিত।
  • মেন অ্যান্ড থট ইন ইন এচ্যান্ট ইন্ডিয়া (১৯১২) ম্যাকমিলান এবং কো।
  • ভারতের মৌলিক বাক্য
  • ভারতের ইতিহাস
  • চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার টাইমস
  • কৈসাম্বির প্রথম ইতিহাস
  • প্রাচীন ভারতে স্থানীয় সরকার
  • হিন্দু সংস্কৃতিতে জাতীয়তাবাদ
  • নালন্দা বিশ্ববিদ্যালয়

তথ্যসূত্র সম্পাদনা

  1. Mookerji, Radha Kumud (২০০৩)। "About the Author"। The Fundamental Unity of India। Bharatiya Vidya Bhavan/Chronicle Books। আইএসবিএন 9788180280054। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৫ 
  2. Khatkhate, Deena (৮ অক্টোবর ১৯৮৮)। "An Economist Whose Present Was in the Past": 2093। জেস্টোর 4379145 
  3. Hall, D.G.E. (১৯৮১)। A History of South-East Asia, Fourth Edition। Macmillan Education Ltd.। পৃষ্ঠা 16। আইএসবিএন 0-333-24163-0 
  4. "Padma Awards" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৫। নভেম্বর ১৫, ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২১, ২০১৫ 
  5. "Google Books: Search by author"। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৪