রাণীগঞ্জ ইউনিয়ন, চিলমারী

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার একটি ইউনিয়ন

রাণীগঞ্জ ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার চিলমারীর অন্তর্গত একটি ইউনিয়ন। চিলমারী হতে ১০ কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদের তীরে  রানীগঞ্জ ইউনিয়ন অবস্থিত। প্রায় ৬ কিলোমিটার আয়তনের ইউনিয়নটি একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

রাণীগঞ্জ
ইউনিয়ন
ইউনিয়ন পরিষদ
ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলাচিলমারী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

জনসংখ্যার

সম্পাদনা
ওয়াড নং- ০১ ৫৩১৮
ওয়াড নং- ০২ ৩১২০
ওয়াড নং- ০৩ ৪৯০২
ওয়াড নং- ০৪ ৪৭৩০
ওয়াড নং- ০৫ ৬১০০
ওয়াড নং- ০৬ ৩৫৬৯
ওয়াড নং-০৭ ২৩৪৫
ওয়াড নং- ০৮ ২১২১
ওয়াড নং- ০৯ ২৭১৬
সবমোট= ৩৪৯২১


ভ্রমন জায়গা ঃখাল ও নদ-নদী

সম্পাদনা

স্কুল ও কলেজঃএখানে 4 টি উচ্চবিদ্যালয় আর 4 টি মাদ্রাসা আছে।

 কুঠিরগ্রাম বালিকা দাখিল মাদরাসা ,ফকিরের হাট এম সিনিয়র আলিম মাদরাসা,রানিগন্জ কাচারি মাদ্রাসা,কাচকোল ছকিনা মাদ্রাসা। 
ফকিরের হাঠ উচ্চ বিদ্যালয়,কয়ারপাড় বির বিক্রম উচ্চ বিদ্যালয়,রানিগন্জ উচ্চবিদ্যালয়,কাচকোল উচ্চ বিদ্যালয়

কলেজঃ নাই।

ভ্রমন জায়গাঃকালিকুড়া পার্ক,ফকিরের হাট খেয়া ঘাট,কাচকোল ঘাট।

খাল= মুঙ্গির বিল, কয়ার বিল, মাগুড়া বিল, প্রভৃতি।

নদ= ব্রহ্মপুত্র নদ।

হাট-বাজার

সম্পাদনা
ক্রমিক নাম আয়তন চান্দিনা ভিটির সংখ্যা ইজারা মূল্য ঠিকানা
ফকিরেরহাট বাজার ৩০০ মিটার ২৫০ মিটার ২৫০০০টাকা রানীগঞ্জ ইউনিয়ন, চিলমারী, কুড়িগ্রাম।
আমেরতল বাজার ৩০০ মিটার রানীগঞ্জ ইউনিয়ন, চিলমারী, কুড়িগ্রাম।
কাঁচকোল বাজার ২৫০ মিটার

৪।রানিগঞ্জ বাজার

২৫০ রানীগঞ্জ ইউনিয়ন, চিলমারী, কুড়িগ্রাম।

খেলাধুলা ও বিনোদন

সম্পাদনা

এই ইউনিয়নের প্রধান খেলাধুলার মধ্যে বিভিন্ন আন্ত গ্রাম ফুটবল প্রতিযোগিতা, হাডুডু, নৌকা বাইচ, ষাঢ় লড়াই ইত্যাদি বিভিন্ন খেলার আয়োজন স্থানীয় ভাবে সাড়ম্বরে অনুষ্ঠিত হয় । নৌকা বাইচ খুবই জনপ্রিয়। এছাড়াও বিভিন্ন সময় যাত্রাপালা, বয়াতি গানের আসর, সার্কাস এর বিচিত্র প্রদর্শনী এখনো বিদ্যমান। এছাড়াও প্রতিবছর রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট, কাঁচকোল ও রানীগঞ্জ গ্রামে  মেলা বসে থাকে।