রাঢ়েশ্বর শিবমন্দির
রাঢ়েশ্বর শিবমন্দির হল পশ্চিমবঙ্গের দুর্গাপুরে অবস্থিত একটি মন্দির।
স্থাপত্য
সম্পাদনাএই মন্দিরটির কারুকার্য পূর্বভারতের পাথর দিয়ে তৈরি মন্দিরের মধ্যে অন্যতম।মন্দিরটি বেলে ও ঝামা পাথর দিয়ে তৈরি।মন্দিরটি চন্দ্র ও পাল আমলে প্রচলিত দেউল স্থাপত্যের উৎকৃষ্ট উদাহরণ। এটি একটি পীরা দেউল ধরনের গৌড়ীয় স্থাপত্য।
ইতিহাস
সম্পাদনাসম্রাট বল্লাল সেন রাঢ়েশ্বর শিবমন্দির দ্বাদশ শতাব্দীতে তৈরি করেন ।[১]
উৎসব
সম্পাদনা- মহা শিবরাত্রি -মহা শিবরাত্রিতে এই মন্দিরে ভক্তদের ঢল নামে।সকাল থেকে মন্দিরে দূর থেকে ভক্তরা আসে। এই দিন এখানে শিব-পার্বতীর বিয়ের অনুষ্ঠান হয়।শিবের বরযাত্রীরা পানাগড়ের বিশ্বকর্মা মন্দির থেকে পানাগড় দার্জিলিং মোড়ে অবস্থিত রাঢ়েশ্বর শিবমন্দিরে আসে ।এখানে শিব-পার্বতীর বিয়ে দেয়া হয়।বরপক্ষ ও কনেপক্ষের জন্য খিচুড়ি ভোগ দেয়া হয়।[২]
- মাকুরি সপ্তমী- মাকুরি সপ্তমীতে এখানে বড় মেলা বসে। যা তিন দিন ধরে চলে। এই মেলা ১০০ বছরের ও বেশি পুরন।এই মেলা এলাকার দশটি গ্রামের ঐতিহ্য। ২০২১ সালে করোনা ভাইরাস বা উহান ভাইরাসের প্রকোপের জন্য মলানদিঘি পঞ্চায়েত মেলার অনুমতি দেয় নি।এতে দশটি গ্রামের মানুষ ও মেলাতে অংশ নেয়া মিষ্টান্ন ব্যবসায়ি , মনিহারী ব্যবসায়ী এবং খাবারের দোকানদারেরা হতাশ হয়।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Facebook"। www.facebook.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪।
- ↑ Desk, BDC News। "কাঁকসার আড়া রাঢ়েশ্বর শিবমন্দিরে ভক্তদের ঢল নামল | Bardhaman Durgapur Asansol : A guide to Burdwan District" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪।
- ↑ Ghosal, Mahua (২০২১-০২-১৮)। "রাঢ়েশ্বর শিবতলায় মাকুরি সপ্তমীর মেলার অনুমতি দেয় নি পঞ্চায়েত দশটি গ্রামের বাসিন্দাদের মনখারাপ"। Durgapur Barta (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে রাঢ়েশ্বর শিবমন্দির সংক্রান্ত মিডিয়া রয়েছে।