রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি

বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি সমিতি

রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির একটি। রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি ঢাকা বিভাগের রাজবাড়ী জেলায় ০১টি জোনাল অফিস, ০৩টি সাব-জোনাল অফিস এবং ১২টি অভিযোগ কেন্দ্রের[২] মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি নিবন্ধিত হয় ১৯ মার্চ, ১৯৯৮ সালে এবং বানিজ্যিকভাবে বিদ্যুতায়িত হয় ১০ মে, ১৯৯৯ সালে।

রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি
রাজবাড়ী পবিস
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির লোগো.jpeg
প্রাতিষ্ঠানিক লোগো
নীতিবাক্যগ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন
গঠিত১০ মে ১৯৯৯; ২৪ বছর আগে (1999-05-10)
ধরনসরকারি
আইনি অবস্থাসক্রিয়
পেশাগত উপাধি
পল্লী বিদ্যুৎ সমিতি
সদরদপ্তরচরবাগমারা, রাজবাড়ী
যে অঞ্চলে
রাজবাড়ী জেলা
পরিষেবাবিদ্যুৎ
দাপ্তরিক ভাষা
বাংলাইংরেজি
জেনারেল ম্যানেজার
প্রকৌশলী মোঃ মফিজুর রহমান[১]
অনুমোদনবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
ওয়েবসাইটpbs.rajbari.gov.bd

ইতিহাসসম্পাদনা

রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি এর যাত্রা শুরু হয় ১৯৯৯ সালে। এ সমিতির অধীনে ০৫টি উপজেলা, ৪২টি ইউনিয়ন ও ১০৩১টি গ্রাম রয়েছে। এর সদর দপ্তর রাজবাড়ী জেলার চরবাগমারায় অবস্থিত।

জোনাল অফিসসমূহসম্পাদনা

এ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিসগুলো হচ্ছে:

  • পাংশা জোনাল অফিস[৩]

সাব-জোনাল অফিসসমূহসম্পাদনা

  • বালিয়াকান্দি সাব-জোনাল অফিস
  • গোয়ালন্দ সাব-জোনাল অফিস
  • কালুখালী সাব-জোনাল অফিস

গ্রাহক সংখ্যাসম্পাদনা

রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় দুই লক্ষের কাছাকাছি আবাসিক গ্রাহক রয়েছে।

অন্যান্য তথ্যসম্পাদনা

  • মোট আয়তন: ১১৩৫ বর্গ কিলোমিটার
  • সিস্টেম লস: ১৩.৭৫% (জুন, ২০২২ পর্যন্ত)
  • উপকেন্দ্রের সংখ্যা: ০৯টি
  • মোট নির্মিত লাইন: ৪১৬১.৫০ কিলোমিটার

তথ্যসূত্রসম্পাদনা

  1. "অফিস প্রধান, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি"pbs.rajbari.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৬ 
  2. "একনজরে, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি" (পিডিএফ)pbs.rajbari.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৬ 
  3. "পাংশা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.pangsa.rajbari.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৬