রাজবল্লভী কালীমন্দির, রাজবলহাট

হুগলী জেলার রাজবলহাটে অবস্থিত মন্দির

রাজবল্লভী কালীমন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার অন্তর্গত রাজবলহাট নামক স্থানে অবস্থিত একটি বিখ্যাত কালী মন্দির। রাজবল্লভী দেবীর নামানুসারে এই জায়গাটি রাজবলহাট নামে পরিচিত। জাঙ্গিপাড়া ও রাজবলহাট সংলগ্ন এলাকায় দেবী দুর্গা রাজবল্লভী দেবী রূপে পূজিতা হন।[১] ভূরিশ্রেষ্ঠের মহারাজা রুদ্রনারায়ণ রায়মুখুটি এই মন্দির নির্মাণ করেন ষোড়শ শতকে।

রাজবল্লভী কালীমন্দির, রাজবলহাট
রাজবল্লভী দেবী মুর্তি
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলাহুগলি
ঈশ্বরকালী
উৎসবকালী পূজা
অবস্থান
অবস্থানশ্রীরামপুর, রাজবলহাট
রাজ্যপশ্চিমবঙ্গ
দেশভারত
রাজবল্লভী কালীমন্দির, রাজবলহাট পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
রাজবল্লভী কালীমন্দির, রাজবলহাট
পশ্চিমবঙ্গে অবস্থান
স্থানাঙ্ক২২°৪৫′৪৯″ উত্তর ৮৮°০০′৩০″ পূর্ব / ২২.৭৬৩৫৩৭৭° উত্তর ৮৮.০০৮৪২২৩° পূর্ব / 22.7635377; 88.0084223

বিবরণ সম্পাদনা

 
রাজবল্লভী মন্দির প্রাঙ্গণ, রাজবলহাট

রাজবল্লভী কালীবিগ্রহ ছয় ফুট উচ্চ ও শ্বেতবর্ণা। গঙ্গামাটি দিয়ে বিগ্রহ নির্মিত। ত্রিনয়নী মুণ্ডমালিনী দ্বিভূজা বিগ্রহের ডানহাতে ছুরি ও বামহাতে রক্তপাত্র। কালীমূর্তির ডান পা শায়িত শিবের বুকের ওপরে এবং বাম পা বিরুপাক্ষের মস্তকে স্থাপিত। বিগ্রহটি শ্বেতকালিকা নামেও বিখ্যাত। এই মন্দির চত্বরে রাজবল্লভী দেবীর মন্দির ছাড়াও একাধিক মন্দির রয়েছে।[২]:৯৯ 'পীঠ নির্নয়' গ্রন্থে এই স্থানটি অন্যতম শাক্তপীঠ হিসেবে পরিগণিত হয়।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "THE TEMPLES IN HOOGHLY"hindubooks.org। ১৬ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৭ 
  2. তিন তীর্থে, শিবশঙ্কর ভারতী, সাহিত্যম্‌, ১৮বি, শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা-৭৩, প্রথম প্রকাশ- ১৮ই জানুয়ারী, ২০০১