রাজনৈতিক পরিবারগুলির তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
বিশ্বের রাজনৈতিক পরিবারগুলোর তালিকা এই নিবন্ধে যুক্ত করা হচ্ছে। এই তালিকাতে রাজপরিবারগুলোকে বাদ দেয়া হয়েছে।
আলবেনিয়া
সম্পাদনাহোক্সা পরিবার
- হাইজেন হোক্সা: আলবেনিয়ার স্বাধীনতা সংগ্রামের নেতা। এনভার হোক্সার চাচা।
- এনভার হোক্সা: ১৯৪৪-১৯৮৫ সাল পর্যন্ত আলবেনিয়ান লেবার পার্টির সম্পাদক।
- নেক্সমিজে হোক্সা: আলবেনিয়ান লেবার পার্টির সদস্য। এনভার হোক্সার স্ত্রী।
অ্যাংগোলা
সম্পাদনাদোজ সান্তোস- ভ্যান-দ্যুনেম পরিবার
- হোসে এডওয়ার্ডো দোজ সান্তোস (অ্যাংগোলার রাষ্ট্রপতি, ১৯৭৯- বতর্মান)
- ফার্নন্দো দ্য পেইদাদে ডিয়াজ দোজ সান্তোস ( হোসে এডওয়ার্ডো দোজ সান্তোসের আত্মীয়, অ্যাংগোলার উপরাষ্ট্রপতি ২০১০-বর্তমান, প্রধানমন্ত্রী ২০০২-২০০৮, স্পীকার ২০০৮-২০১০)
- ইসাবেলা দোজ সান্তোস ( হোসে এডওয়ার্ডো দোজ সান্তোসের তনয়া, অ্যাংগোলার সবচেয়ে ধনী নারী, মুঠোফোন কোম্পানি ও ব্যাংক মালিক)
- ক্যানডিদো পেরেইরা দোজ সান্তোস ভ্যান দ্যুনেম (হোসে এডওয়ার্ডো দোজ সান্তোস ও কোপেলিয়া ও হোসে ভিয়েইরা ভ্যান দ্যুনেমের আত্মীয় ও প্রতিরক্ষামন্ত্রী)
- হোসে ভিয়েইরা ভ্যান দ্যুনেম ( কোপেলিয়ার আত্মীয় ও স্বাস্থ্যমন্ত্রী)
অ্যান্টিগুয়া ও বারমুদা
সম্পাদনাআর্জেন্টিনা
সম্পাদনাআর্মেনিয়া
সম্পাদনাঅষ্ট্রিয়া
সম্পাদনাআজারবাইযান
সম্পাদনাবাহামা
সম্পাদনাবাংলাদেশ
সম্পাদনা- শেখ মুজিবুর রহমান (মৃ. ১৯৭৫ সাল)
- শেখ লুৎফর রহমান, শেখ মুজিবুর রহমানের বাবা
- সায়েরা খাতুন, শেখ মুজিবুর রহমানের মা
- ফজিলাতুন্নেসা মুজিব (মৃ. ১৯৭৫ সাল)
- তিন ছেলে, দুই মেয়ে
- শেখ কামাল, শেখ মুজিবুর রাহমানের বড়ছেলে
- শেখ জামাল, শেখ মুজিবুর রাহমানের মেঝছেলে
- শেখ রাসেল, শেখ মুজিবুর রাহমানের কনিষ্ঠ সন্তান
- শেখ হাসিনা, শেখ মুজিবুর রাহমানের মেয়ে এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী
- শেখ রেহানা, শেখ মুজিবুর রাহমানের মেয়ে
- সজীব ওয়াজেদ, শেখ হাসিনার ছেলে এবং শেখ মুজিবুর রহমানের দৌহিত্র
- সায়মা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার মেয়ে, এবং শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী
- জিয়াউর রহমান, বীর উত্তম বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান ও বীর মুক্তিযোদ্ধা।
- খালেদা জিয়া, জিয়াউর রহমানের স্ত্রী, সাবেক তিন মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিএনপির বর্তমান চেয়ারপার্সন।
- তারেক রহমান, জিয়াউর রহমানের বড়ছেলে, বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
- আরাফাত রহমান, জিয়াউর রহমানের ছোট ছেলে।
- জোবায়দা রহমান, তারেক রহমানের স্ত্রী।
- জাইমা রহমান, তারেক রহমানের কন্যা সন্তান।
- মাহবুব আলী খান, সাবেক নৌবাহিনী প্রধান ও তারেক রহমানের শ্বশুর।
- হুসেইন মুহাম্মদ এরশাদের পরিবার
- হুসেইন মুহাম্মদ এরশাদ:প্রাক্তন রাষ্ট্রপতি ও সেনাবাহিনীর প্রধান।
- জি এম কাদের:হুসেইন মুহাম্মদ এরশাদের-ছোট ভাই।
- মোজাম্মেল হোসেন লালু:এরশাদের ভাই।
- হোসেন মকবুল শাহরিয়ার=লালু তার পিতা
- রওশন এরশাদ:হুসেইন মুহাম্মদ এরশাদের প্রথম স্ত্রী।
- সাদ এরশাদ=রওশন এরশাদের ছেলে
- বেগম মমতা ওয়াহাব=রওশন এরশাদের বড় বোন।
- শেরীফা কাদের=জি এম কাদেরের স্ত্রী।
- মাহফুজ আহমেদ :অভিনেতা।জি এম কাদেরের জামাতা।
- জিয়া উদ্দীন আহমেদ বাবলু:হুসেইন মুহাম্মদ এরশাদ এর ভাগ্নি জামাতা।
- আহসান আদেলুর রহমান:এরশাদ তার মামা।
- আসাদুর রহমান=মেরিনা রহমানের স্বামী
- মেরিনা রহমান=এরশাদের ছোট বোন।
বার্বাডোজ
সম্পাদনাবেলজিয়াম
সম্পাদনাবেনিন
সম্পাদনাবলিভিয়া
সম্পাদনাবাতসোয়ানা
সম্পাদনাব্রাজিল
সম্পাদনাবুলগেরিয়া
সম্পাদনাবার্কিনা ফাসো
সম্পাদনাবার্মা
সম্পাদনাবুরুন্দি
সম্পাদনাকানাডা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |