রাজধানীর বুকে
রাজধানীর বুকে এহতেশাম পরিচালিত ১৯৬০ সালের বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন রহমান, শবনম, চিত্রা সিনহা, সুভাষ দত্ত, নার্গিস, গোলাম মুস্তাফা, ও আজিম। এই চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় শবনম, সুভাষ দত্ত, ও গোলাম মুস্তাফার।
রাজধানীর বুকে | |
---|---|
পরিচালক | এহতেশাম |
চিত্রনাট্যকার | এহতেশাম |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | রবীন ঘোষ ফেরদৌসী রহমান |
চিত্রগ্রাহক | কিউ এম জামান |
সম্পাদক | বশীর হোসেন |
মুক্তি |
|
দেশ | পূর্ব পাকিস্তান |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ১৯৬০ সালের ২ সেপ্টেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানে মুক্তি পায়।
কুশীলব
সম্পাদনা- রহমান - হাশেম
- শবনম[১]
- চিত্রা সিনহা
- সুভাষ দত্ত - কেরামত আলী[২]
- নার্গিস
- গোলাম মুস্তাফা - জমিদার[৩]
- আজিম
নির্মাণ
সম্পাদনাচরিত্রায়ণ
সম্পাদনা১৯৫৯ সালে এহতেশাম যখন এ দেশ তোমার আমার ছবি নির্মাণ করছিলেন তখন একটি নাচের দৃশ্যে কয়েকজন নৃত্যশিল্পী প্রয়োজন হয়। বুলবুল ললিতকলা একাডেমি থেকে যাওয়া নৃত্যশিল্পীর দলের মধ্যে ছিলেন শবনম। এহতেশাম তাকে ও রহমানকে প্রধান শিল্পী করে এই চলচ্চিত্র নির্মাণ করেন।[৪]
সঙ্গীত
সম্পাদনারাজধানীর বুকে চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন রবিন ঘোষ ও ফেরদৌসী রহমান।[৫] গীত রচনা করেছেন কে জি মোস্তফা।[৬] গানে কণ্ঠ দিয়েছেন তালাত মাহমুদ।[৭] এই ছবির "তোমারে লেগেছে এত যে ভাল" গানটি বেশ জনপ্রিয়তা লাভ করে[৮] এবং এটি বাংলাদেশী চলচ্চিত্রের অন্যতম রোম্যান্টিক গানের একটি।[৯]
গানের তালিকা
সম্পাদনানং. | শিরোনাম | রচয়িতা | কণ্ঠশিল্পী(রা) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "তোমারে লেগেছে এত যে ভাল" | কে জি মোস্তফা | তালাত মাহমুদ | ৩:৩৪ |
২. | "আমার সে গান ফুরিয়ে গেছে" | কে জি মোস্তফা | তালাত মাহমুদ | ৩:২৭ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বড়পর্দায় আর ফিরবেন না কিংবদন্তি অভিনেত্রী শবনম"। দৈনিক কালের কণ্ঠ। ১৩ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭।
- ↑ "কিংবদন্তি অভিনেতা গোলাম মুস্তাফার ১৩তম মৃত্যুবার্ষিকী"। নিউজনেক্সটবিডি ডটকম। ২০ ফেব্রুয়ারি ২০১৬। ১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭।
- ↑ "অভিনেতা-পরিচালক সুভাষ দত্ত"। দৈনিক ইত্তেফাক। ১৬ নভেম্বর ২০১৪। ১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭।
- ↑ "শবনমের একাল আর সেকাল"। দৈনিক যুগান্তর। ২৫ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Kamal, Nashid (২০ ফেব্রুয়ারি ২০১৬)। "Oh Robin Ghosh!"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭।
- ↑ "প্রাণ নেই, মান নেই চলচ্চিত্রের গানে"। বাংলাদেশ প্রতিদিন। ৪ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭।
- ↑ "তালাত মাহমুদ"। দ্য রিপোর্ট। ৯ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭।
- ↑ টিপু, শাহ মতিন (২৪ ফেব্রুয়ারি ২০১৫)। "'তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে'"। রাইজিংবিডি ডট কম। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭।
- ↑ "বাংলা চলচ্চিত্রের সেরা ১৫টি রোমান্টিক গান"। নিউজনেক্সটবিডি ডটকম। ১২ ফেব্রুয়ারি ২০১৫। ৮ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে রাজধানীর বুকে (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে রাজধানীর বুকে
- পাকফিল্মস.নেটে রাজধানীর বুকে