রাইংখ্যং নদী
বাংলাদেশের নদী
রেংখিয়াং নদী বা রাইংখ্যং নদী বাংলাদেশের পূর্ব-পাহাড়ি অঞ্চলের রাঙ্গামাটি জেলার একটি নদী। খরস্রোতা নদীটির দৈর্ঘ্য ১৩৫ কিমি (৮৪ মা), গড় প্রস্থ ৪৩ কিমি (২৭ মা), এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। ভারতের মিজোরাম রাজ্যের পূর্বাংশের পর্বতশ্রেণীর ক্ষুদ্র স্রোতধারা থেকে উৎপন্ন এই স্রোতধারাটি রাঙ্গামাটি জেলার রেংখিয়াং রিজার্ভ বনভূমির উচ্চতম অংশে মিলিত হয়ে রেংখিয়াং নদী গঠন করেছে। গহীন বনভূমির মধ্য দিয়ে প্রবাহিত নদীটি রেংখিয়াংমুখের প্রায় ৩০ কিমি উজানে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার নিকট কাপ্তাই হ্রদে পতিত হয়েছে।[১] বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক রাংখাইন নদীর প্রদত্ত পরিচিতি নম্বর পূর্ব-পাহাড়ি অঞ্চলের নদী নং ১৪।[২]
রেংখিয়াং নদী রাইংখ্যং নদী | |
---|---|
অবস্থান | |
দেশ | ভারত, বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | রাঙ্গামাটি |
প্রাকৃতিক বৈশিষ্ট্য | |
উৎস | মিজোরাম, ভারত |
• অবস্থান | ফারুয়া ইউনিয়নের পর্বতশ্রেণী |
মোহনা | কাপ্তাই হ্রদ |
• অবস্থান | বিলাইছড়ি |
দৈর্ঘ্য | ১৩৫ কিমি (৮৪ মা) |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ জাবেদ কলিম (২০১২)। "রেংখিয়াং নদী"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। "পূর্ব-পাহাড়ি অঞ্চলের নদী"। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি (প্রথম সংস্করণ)। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ২৯০-২৯১। আইএসবিএন 984-70120-0436-4।
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |