রস এডওয়ার্ডস

অস্ট্রেলীয় ক্রিকেটার

রস এডওয়ার্ডস (ইংরেজি: Ross Edwards; জন্ম: ১ ডিসেম্বর, ১৯৪২) পশ্চিম অস্ট্রেলিয়ার কটসেলো এলাকায় জন্মগ্রহণকারী সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

রস এডওয়ার্ডস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
রস এডওয়ার্ডস
জন্ম (1942-12-01) ১ ডিসেম্বর ১৯৪২ (বয়স ৮১)
কটসেলো, পশ্চিম অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাব্যাটসম্যান
সম্পর্কএডমন্ড এডওয়ার্ডস (পিতা)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২৫৯)
২২ জুন ১৯৭২ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট২৮ আগস্ট ১৯৭৫ বনাম ইংল্যান্ড
ওডিআই অভিষেক
(ক্যাপ ১২)
২৪ আগস্ট ১৯৭২ বনাম ইংল্যান্ড
শেষ ওডিআই২১ জুন ১৯৭৫ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৬৪ – ১৯৭৫ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
১৯৭৯নিউ সাউথ ওয়েলস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ২০ ১২৬ ৩০
রানের সংখ্যা ১১৭১ ২৫৫ ৭৩৪৫ ৫৫০
ব্যাটিং গড় ৪০.৩৭ ৩৬.৪২ ৩৯.২৭ ২৭.৫০
১০০/৫০ ২/৯ -/৩ ১৪/৪২ ০/৩
সর্বোচ্চ রান ১৭০* ৮০* ১৭০* ৮০*
বল করেছে ১২ - ৮৪ -
উইকেট - - -
বোলিং গড় - - ৭৫.০০ -
ইনিংসে ৫ উইকেট - - -
ম্যাচে ১০ উইকেট - - -
সেরা বোলিং - - ১/২৪ -
ক্যাচ/স্ট্যাম্পিং ৭/- -/- ১১১/১১ ১৪/০
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে পশ্চিম অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলসের প্রতিনিধিত্ব করেছেন তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

পশ্চিম অস্ট্রেলিয়ার কটসেলো এলাকায় জন্মগ্রহণকারী রস এডওয়ার্ডসের বাবা এডমন্ড এডওয়ার্ডস প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। তিনি উইকেট-রক্ষক হিসেবে দুইবার পশ্চিম অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন।

১৯৭১-৭২ মৌসুমের শেফিল্ড শীল্ড প্রতিযোগিতায় চারটি সেঞ্চুরি করেছিলেন রস এডওয়ার্ডস। ফলশ্রুতিতে ২৯ বছর বয়সে ১৯৭২ সালে ইংল্যান্ড গমনের সুযোগ পান।

আন্তর্জাতিক ক্রিকেট

সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে ২০ টেস্টে অস্ট্রেলিয়ার পক্ষে খেলেছেন। ২২ জুন, ১৯৭২ তারিখে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে রস এডওয়ার্ডসের। প্রথম সুযোগেই নটিংহামে অপরাজিত ১৭০ রান তুলেন তিনি। তবে, পরের দুই ইনিংসে শূন্য রানে বিদায় নিতে হয় তাকে। ১৯৭৪-৭৫ মৌসুমে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে নিজস্ব দ্বিতীয় সেঞ্চুরির সন্ধান পান। পার্থের ওয়াকা গ্রাউন্ডে অনুষ্ঠিত ঐ টেস্টে ১১৫ রান তুলেন তিনি। এছাড়াও, ১৯৭৫ সালে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৯৯ রানে আউট হন।

ক্রিকেট বিশ্বকাপ

সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে নয়টি ওডিআইয়ে অংশগ্রহণের সুযোগ হয় তার। তন্মধ্যে, ১৯৭৫ সালের ক্রিকেট বিশ্বকাপে সপ্রতিভ অংশগ্রহণ ছিল রস এডওয়ার্ডসের।

১৯৭৫ সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী আসরে ইয়ান চ্যাপেলের অধিনায়কত্বে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্যরূপে খেলেন। ঐ প্রতিযোগিতায় তার দল শিরোপাধারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরাজিত হয়ে রানার্সআপ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়।[]

তথ্যসূত্র

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা