রসিকচন্দ্র রায়

বাঙালি পাঁচালীকার

রসিকচন্দ্র রায় (১৮২০—১৮৯২) একজন বাঙালি কবিয়াল ও লেখক।[১]

জীবনী সম্পাদনা

রসিকচন্দ্র হুগলী জেলাশ্ৰীরামপুরের নিকট বড়াগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রামকমল রায়। খ্যাতনামা দাশরথী রায়ের পর তিনি বাংলার অন্যতম শ্রেষ্ঠ পাঁচালীকার। কবিয়াল, যাত্রাওয়ালা, কীর্তনওয়ালা, তর্জাওয়ালা, বাউল প্রভৃতি বিবিধ সম্প্রদায়ের জন্য তিনি বহু সরস সঙ্গীত রচনা করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের উদ্যোগে তাঁর গ্ৰন্থ পাঠ্য-পুস্তক হিসাবে গৃহীত হয়। তার রচিত একাধিক গ্রন্থ রয়েছে।

রচিত গ্ৰন্থ[২] সম্পাদনা

  • হরিভক্তিচন্দ্ৰিকা
  • কৃষ্ণপ্রেমাঙ্কুর
  • বর্ধমানচন্দ্ৰোদয়
  • পদাঙ্কদূত
  • শকুন্তলাবিহার
  • শ্যামাসঙ্গীত
  • পদসূত্র
  • দশমহাবিদ্যাসাধন
  • বৈষ্ণবমনোরঞ্জন
  • কুলীনকুলাচার

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পাঁচালি - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২১ 
  2. "রসিকচন্দ্র রায় - উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার"bn.wikisource.org। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২১