রয়্যাল এন্টওয়ার্প ফুটবল ক্লাব
রয়্যাল এন্টওয়ার্প স্পোর্টিং ক্লাব (এছাড়াও আর এন্টওয়ার্প এসসি অথবা শুধুমাত্র এন্টওয়ার্প নামে পরিচিত) হচ্ছে এন্টওয়ার্প ভিত্তিক একটি বেলজীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে বেলজিয়ামের শীর্ষ স্তরের ফুটবল লীগ বেলজীয় প্রথম বিভাগ এ-এ খেলে। এই ক্লাবটি ১৮৮০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এন্টওয়ার্প তাদের সকল হোম ম্যাচ এন্টওয়ার্পের বোসইলস্টাডিওনে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৬,১৪৪। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইভান লেকো এবং সভাপতির দায়িত্ব পালন করছেন পল গেসেন্স। বেলজীয় মধ্যমাঠের খেলোয়াড় ফারিস হারুন এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
![]() | ||||
পূর্ণ নাম | রয়্যাল এন্টওয়ার্প ফুটবল ক্লাব | |||
---|---|---|---|---|
ডাকনাম | দ্য গ্রেট ওল্ড (প্রাচীন মহৎ) ডে প্লাগ ভ্যান স্টাড | |||
প্রতিষ্ঠিত | ১৮৮০ | |||
মাঠ | বোসইলস্টাডিওন | |||
ধারণক্ষমতা | ১৬,১৪৪[১] | |||
মালিক | ![]() | |||
ম্যানেজার | ![]() | |||
লীগ | বেলজীয় প্রথম বিভাগ এ | |||
২০১৯–২০ | ৪র্থ | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
ঘরোয়া ফুটবলে, এন্টওয়ার্প এপর্যন্ত ৮টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৪টি বেলজীয় প্রথম বিভাগ, ২টি বেলজীয় দ্বিতীয় বিভাগ এবং ২টি বেলজীয় কাপ শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এন্টওয়ার্পের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে ১৯৯২–৯৩ উয়েফা কাপ উইনার্স কাপের ফাইনালে পৌঁছানো, যেখানে তারা ইতালীয় ক্লাব পারমার কাছে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল।
অর্জনসম্পাদনা
ঘরোয়াসম্পাদনা
- চ্যাম্পিয়ন (২): ১৯৯৯–২০০০, ২০১৬–১৭
- চ্যাম্পিয়ন (২): ১৯৫৪–৫৫, ১৯৯১–৯২
আন্তর্জাতিকসম্পাদনা
- রানার-আপ (১): ১৯৯২–৯৩
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Bosuil mag voortaan 16.144 supporters ontvangen GVA, 7 April 2018
বহিঃসংযোগসম্পাদনা
টেমপ্লেট:রয়্যাল এন্টওয়ার্প স্পোর্টিং ক্লাব টেমপ্লেট:বেলজীয় প্রথম বিভাগ এ