রবীন্দ্র পুরস্কার (বাংলা একাডেমি)

বাংলাদেশের ভাষা নিয়ন্ত্রক সংস্থা বাংলা একাডেমি প্রবর্তিত সাহিত্য পুরস্কার

রবীন্দ্র পুরস্কার (বাংলা একাডেমি) হল বাংলাদেশের ভাষা নিয়ন্ত্রক সংস্থা বাংলা একাডেমি প্রবর্তিত সাহিত্য পুরস্কার। পুরস্কারটি ২০১০ সালে প্রদান শুরু হয়। প্রতি বছর দুজনকে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। পুরস্কারের অর্থমূল্য বাংলাদেশের মুদ্রায় এক লক্ষ টাকা। সম্মাননা পত্র, সম্মাননা-স্মারকের সঙ্গে পুষ্প-স্তবক দেওয়া হয়ে থাকে।[] বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশের বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয়।

মূলত, রবীন্দ্র সাহিত্যের গবেষণা এবং রবীন্দ্রসঙ্গীত নিয়ে আজীবন সাধনার স্বীকৃতি-স্বরূপ পুরস্কারটি দেওয়া হয়ে থাকে।

প্রাপক

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র ও নজরুল পুরস্কার পাচ্ছেন তিনজন"। সংগ্রহের তারিখ ২০২৪-১২-১২ 
  2. "3 get Rabindra Award 2019"banglanews24.com। ২০১৯-০৫-০৮। সংগ্রহের তারিখ ২০২৪-১২-০১ 
  3. "Sadhan Ghosh named for Rabindra Award 2020"New Age BD। ২০২০-১২-২১। সংগ্রহের তারিখ ২০২৪-১১-৩০ 
  4. "Atiur receives Rabindra Puraskar"New Age BD। ২০২২-০৪-১১। সংগ্রহের তারিখ ২০২৪-১১-৩০ 
  5. "Siddika Mahmuda wins Rabindra Award 2022"। New Age BD। ২০২২-০৫-০৯। সংগ্রহের তারিখ ২০২৪-১১-৩০ 
  6. "'রবীন্দ্র পুরস্কার' পেলেন শিল্পী শীলা মোমেন"প্রথম আলো। ২০২৩-০৫-০৮। সংগ্রহের তারিখ ২০২৪-১২-০১ 
  7. "'রবীন্দ্র পুরস্কার' পেলেন ভীষ্মদেব চৌধুরী ও লাইসা আহমদ"প্রথম আলো। ২০২৪-০৫-০৮। সংগ্রহের তারিখ ২০২৪-১২-০১