রবার্ট হুক (ইংরেজি: Robert Hooke) (২৮ জুলাই ১৬৩৫ - ০৩ মার্চ ১৭০৩) ছিলেন একজন ইংরেজ দার্শনিক, স্থপতি এবং বহুশাস্ত্রবিদ, যিনি সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কোষ দেখতে পান। [১] তিনি রয়্যাল সোসাইটির একজন ফেলো ছিলেন। এছাড়াও তিনি গ্রেশাম কলেজে জ্যামিতির অধ্যাপক ছিলেন।

রবার্ট হুক
13 Portrait of Robert Hooke.JPG
রবার্ট হুক এর চিত্রকর রুপ
জন্ম২৮ জুলাই,১৬৩৫ খ্রিষ্টাব্দ
মৃত্যু৩ মার্চ, ১৭০৩ (বয়স ৬৭)
মাতৃশিক্ষায়তনক্রাইস্ট চার্চ, অক্সফোর্ড
পরিচিতির কারণহুকের সূত্র
মাইক্রোস্কোপি
'কোষ' শব্দের প্রবর্তন
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান এবং জীববিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
শিক্ষায়তনিক উপদেষ্টারবার্ট বয়েল
যাদের দ্বারা প্রভাবান্বিতরিচার্ড বাসবি

১৬৭৩ সালে তিনি সর্বপ্রথম গ্রেগরিয়ান টেলিস্কোপ তৈরি করেন এবং তিনি মঙ্গল ও বৃহস্পতি গ্রহের গতি পর্যবেক্ষণ করেন। ১৬৬৫ সালে প্রকাশিত তার বই Micrographia তে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে করা পর্যবেক্ষণ তুলে ধরেন। একইভাবে জীবাশ্ম পর্যবেক্ষণ করে বিবর্তন সম্পর্কে সম্মতি প্রদান করেন। আলোকবিদ্যায় তিনি আলোর তরঙ্গ তত্ত্ব আবিষ্কার করেন। সাম্প্রতিক সময়ে তাকে ইংল্যান্ডের লিওনার্দো নামেও অভিহিত করা হয়।

জীবনীসম্পাদনা

প্রাথমিক জীবনসম্পাদনা

রবার্ট হুক ১৬৩৫ সালের ২৮ জুলাই জন্মগ্রহণ করেন।

অক্সফোর্ডসম্পাদনা

রয়েল সোসাইটিসম্পাদনা

১৬৬৫ সালে রয়েল সোসাইটি অব লন্ডন এর যন্রপাতির রক্ষক নিযুক্ত হয়েই ভাবলেন আগামী সাপ্তাহিক সভায় উপস্থিত বিজ্ঞ বিজ্ঞানীদের সামনে একটা ভালো কিছু উপস্থাপন করতে হবে। তিনি ভাবলেন অণুবীক্ষণ যন্রের মাধ্যমে কিছু করা যায় কিনা।তিনি দেখলেন কাঠের ছিপি (cork) দেখতে নিরেট (solid) অথচ পানিতে ভাসে।এর কারণ কী? তিনি ছিপির একটি পাতলা সেকশন করে অণুবীক্ষণ যন্রে পর্যবেক্ষণ করলেন।তিনি সেখানে মৌমাছির চাকের ন্যায় অসংখ্য ছোট ছোট কুঠুরি বা প্রকোষ্ঠ (little boxes) দেখতে পেলেন।তখন তার মনে পড়ল আশ্রমে সন্ন্যাসীদের বা পাদ্রিদের থাকার জন্য ছোট ছোট Cell(প্রকোষ্ঠ) তিনি দেখেছেন।এ থেকেই ছিপির little Boxes গুলোকে নাম দেন Cell।

Cellula ল্যাটিন শব্দ এর অর্থ Little Boxes।

বিজ্ঞানসম্পাদনা

বলবিদ্যাসম্পাদনা

১৬৬০ সালে বিজ্ঞানী হুক পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র আবিষ্কার করেন যা হুকের সূত্র নামে পরিচিত।তার সূত্রের বিবৃতি হলো, " স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক।"

মহাকর্ষসম্পাদনা

জ্যোতির্বিজ্ঞানসম্পাদনা

স্থাপত্যসম্পাদনা

হুক রয়েল গ্ররনিচ মানমন্দির নকশা করেন। রয়েল কলেজ অব ফিজিশিয়ান্সও তারই নকশা করা।

সম্মাননাসম্পাদনা

ফেলো অব দ্য রয়েল সোসাইটি

তথ্যসূত্রসম্পাদনা

  1. Chapman, Alan (১৯৯৬)। "England's Leonardo: Robert Hooke (1635–1703) and the art of experiment in Restoration England"Proceedings of the Royal Institution of Great Britain67: 239–275। ২০১১-০৩-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা।