রবার্ট এঙ্গেল

মার্কিন অর্থনীতিবিদ

রবার্ট এঙ্গেল একজন মার্কিন অর্থনীতিবিদ। তিনি ২০০৩ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।

রবার্ট এঙ্গেল
জন্ম (1942-11-10) নভেম্বর ১০, ১৯৪২ (বয়স ৮২)
সিরাকিউস, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন
প্রতিষ্ঠান
কাজের ক্ষেত্রইকনোমেট্রিক্স
শিক্ষায়তন
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেনতা-চুয়াং লিও
যাদের প্রভাবিত করেছেনটিম বলেরস্লেভ, মার্ক ওয়াটসন (অর্থনীতিবিদ)
অবদানসমূহঅ্যাআরসিএইচ, কোইনটিগ্রেশন
পুরস্কারঅর্থনীতিতে নোবেল পুরস্কার (২০০৩)
Information at IDEAS / RePEc

এঙ্গেল নিউ ইয়র্কের সিরাকিউসে জন্মগ্রহণ করেন। তিনি উইলিয়ামস কলেজ থেকে পদার্থবিজ্ঞানে ব্যাচেলর্স ডিগ্রি লাভ করেন। তিনি কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬ সালে পদার্থবিজ্ঞানে মাস্টার্স এবং ১৯৬৯ সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ১৬৯ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজির অর্থনীতি বিভাগে অধ্যাপক পদে কর্মরত ছিলেন। তিনি ১৯৭৫ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগোতে যোগ দেন এবং ২০০৩ সালে অবসর গ্রহণ করেন।

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা