রতনকান্দি ইউনিয়ন

সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন

রতনকান্দি ইউনিয়ন বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার অন্তর্গত সিরাজগঞ্জ সদর উপজেলার একটি ইউনিয়ন। যমুনা তীরবর্তী ৩৪.৯৫ বর্গ কিলোমিটারের কৃষি প্রধান এই জনপদে প্রায় ছাপ্পান্ন হাজার লোকের বাস, যাদের অধিকাংশই বাঙালি মুসলমান

রতনকান্দি ইউনিয়ন
ইউনিয়ন
১নং রতনকান্দি ইউনিয়ন পরিষদ
রতনকান্দি ইউনিয়ন রাজশাহী বিভাগ-এ অবস্থিত
রতনকান্দি ইউনিয়ন
রতনকান্দি ইউনিয়ন
রতনকান্দি ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
রতনকান্দি ইউনিয়ন
রতনকান্দি ইউনিয়ন
বাংলাদেশে রতনকান্দি ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°২৭′১৬″ উত্তর ৮৯°৩৮′৪৯″ পূর্ব / ২৪.৪৫৪৪৪° উত্তর ৮৯.৬৪৬৯৪° পূর্ব / 24.45444; 89.64694 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাসিরাজগঞ্জ জেলা
উপজেলাসিরাজগঞ্জ সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোঃ আনোয়ার হোসেন[]
আয়তন
 • মোট৩৪.৯৫ বর্গকিমি (১৩.৪৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৫৬,২১৫
 • জনঘনত্ব১,৬০০/বর্গকিমি (৪,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৮৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটratankandiup.sirajganj.gov.bd
মানচিত্র
মানচিত্র

২৪.৪৫৭২° উত্তর অক্ষাংশ ও ৮৯.৬৪৯৮° পূর্ব দ্রাঘিমাংশে রতনকান্দি ইউনিয়নর অবস্থান। ইউনিয়নটির আয়তন ৩৪.৯৫ বর্গ কিলোমিটার।[] এর উত্তরে শুভগাছা ইউনিয়নগান্দাইল ইউনিয়ন, পশ্চিমে বম্মগাছা ইউনিয়ন এবং দক্ষিণে ছোনগাছা ইউনিয়নবাগবাটী ইউনিয়নের অবস্থান। ইউনিয়নটির পূর্ব দিক দিয়ে বয়ে চলেছে যমুনা নদী, যার ওপারে মেছড়া ইউনিয়নের অবস্থান। নদী তীরবর্তী হওয়ায় এ ইউনিয়ন প্রায়ই বন্যানদীভাঙনের শিকার হয়। এই ইউনিয়নের মধ্য দিয়ে সিরাজগঞ্জ-ধনুট- বগুড়া আঞ্চলিক রোড বিদ্যমান।

ইউনিয়নটিতে মোট ১৯ টি মৌজা ও ৩১টি গ্রাম রয়েছে। গ্রামগুলো হল:[]

  • কুড়িপাড়া
  • মহিষামুড়া
  • একডালা
  • বয়রানারায়ন
  • ফুলবয়রা
  • আগবয়রা
  • খোর্দ্দবয়রা
  • চরবয়রা
  • হরিনারায়নপুর
  • বিনয়পুর
  • কুড়ালিয়া
  • চিলগাছা
  • রতনকান্দি
  • ভেন্নাবাড়ী
  • মদনাবাড়ী
  • রুপেরবেড়
  • খোলাবাড়ী
  • পোড়াবাড়ী
  • সড়াতৈল
  • হরিণা
  • খামারগাতী
  • কৃঞ্চজীবনপুর
  • নারান্দিয়া
  • গোবিন্দপোটল
  • গজারিয়া
  • শ্যামপুর
  • শুকদেবপুর
  • ভেওয়ামারা
  • বাহুকা

প্রশাসন

সম্পাদনা

রতনকান্দি ইউনিয়ন পরিষদ সিরাজগঞ্জ সদর উপজেলার ১নং ইউনিয়ন পরিষদ। ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে নির্বাচিত ৯ জন সাধারণ সদস্য, প্রতি তিনটি ওয়ার্ড হতে একজন করে মোট ৩ জন সংরক্ষিত (মহিলা) সদস্য এবং একজন চেয়ারম্যানকে নিয়ে পরিষদটি গঠিত হয়।[] বর্তমানে ইউনিয়ন পরিষদটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মোঃ আনোয়ার হোসেন।[]

রতনকান্দি ইউনিয়ন জাতীয় সংসদের সিরাজগঞ্জ-১ আসনের আওতাধীন।[] এ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম সম্প্রতি মৃত্যুবরণ করায়[] বর্তমানে আসনটি শূন্য রয়েছে।

জনসংখ্যা

সম্পাদনা
ঐতিহাসিক জনসংখ্যা
বছরজনসংখ্যা±%
১৯৯১ ৩৮,৫০৫—    
২০০১ ৪৭,৩৪২+২৩%
২০১১ ৫৬,২১৫+১৮.৭%
উৎস: বাংলাদেশের আদমশুমারি ও গৃহগণনা

২০১১ সালের আদমশুমারী অনুযায়ী রতনকান্দি ইউনিয়নে ১২,০১৫টি পরিবারের মোট ৫১,৬০২ জন মানুষ বসবাস করে।[] ২০০১ সালে এই জনসংখ্যা ছিল ৪৭,৩৪২ জন, যার মধ্যে ২৪,৪৯১ জন ছিল পুরুষ এবং ২২,৮৫১ জন নারী।[]

ইউনিয়নটির অধিকাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এখানে মোট ৬৮টি মসজিদ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: মহিষামুড়া চৌরাস্তা বাজার জামে মসজিদ,মহিষামুড়া সরকার বাড়ী জামে মসজিদ,মহিষামুড়া মধ্যপাড়া জামে মসজিদ,গজারিয়া জামে মসজিদ, গজারিয়া উত্তর পাড়া জামে মসজিদ, গজারিয়া দক্ষিণপাড়া জামে মসজিদ, ফুলবয়রা কেন্দ্রীয় জামে মসজিদ, বাহুকা জামে মসজিদ, সড়াতল জামে মসজিদ, নারান্দিয়া জামে মসজিদ, ভেন্নাবাড়ি জামে মসজিদ ইত্যাদি। মৃতদেহ দাফনের জন্য ইউনিয়নটিতে ২২টি কবরস্থান আছে। এর মধ্যে মহিষামুড়া জান্নাতুল বাকী কবরস্থান অন্যতম এছাড়াও হিন্দু ধর্মাবলম্বীদের জন্য রয়েছে ৭টি মন্দির এবং ৭টি শ্মশান।[]

অর্থনীতি

সম্পাদনা

এ অঞ্চলের মানুষের আয়ের প্রধান উৎস হল কৃষি। এখানকার ভূমি পলল সমৃদ্ধ প্লাবনভূমি, যা বেশ উর্বর ও কৃষি কাজের উপযোগী। ইউনিয়নটিতে প্রায় ২,৬৪২ হেক্টর আবাদি জমি রয়েছে। কৃষির উপর নির্ভরশীল প্রায় ৯,৮৯৬টি পরিবার।[] ইউনিয়নটির পূর্ব দিক দিয়ে বয়ে চলা যমুনা নদী কৃষি কাজে সহায়ক ভূমিকা পালন করে। আবার অনেকে যমুনায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এছাড়া অনেকেই ব্যবসা, চাকরি, তাঁত শিল্প, কুটির শিল্প ইত্যাদির সাথে জড়িত।

শিক্ষা

সম্পাদনা

রতনকান্দি ইউনিয়ন শিক্ষার হার ক্রমবর্ধমান। এ ইউনিয়নের সাক্ষরতার হার ১৯৯১ সালে ২২.৮% এবং ২০০১ সালে ৩৯.০৪% থাকলেও[] ২০১১ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ শতাংশ। এখানে মোট ১৬টি সরকারি ও ১৭টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪টি নিম্নমাধ্যমিক বিদ্যালয়, ৭টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি বালিকা উচ্চবিদ্যালয়, ২টি মহাবিদ্যালয়, একটি মহিলা কলেজ, একটি মহিলা দাখিল মাদ্রাসা, একটি সিনিয়র ফাজিল মাদ্রাসা, ২টি দাখিল মাদ্রাসা, ৫টি কওমী মাদ্রসা এবং ৪টি এবতেদায়ী মাদ্রসা আছে।[] ইউনিয়নের উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হল:

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ইসলাম, জহুরুল (জানুয়ারি ১৪, ২০২০)। "সিরাজগঞ্জ রতনকান্দি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ"আলোকিত নিউজ২৪। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১১ 
  2. "একনজরে- রতনকান্দি ইউনিয়ন"জাতীয় তথ্য বাতায়ন। ২৬ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২০ 
  3. "ওয়ার্ড ভিত্তিক লোকসংখ্যা"জাতীয় তথ্য বাতায়ন। ২০১৯-০১-২৯। ২০২০-০৭-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১১ 
  4. "তৃতীয় অধ্যায়: পরিষদ"স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯। আইন মন্ত্রণালয় (বাংলাদেশ)। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২০ 
  5. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  6. "সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিমের ইন্তেকাল"প্রথম আলো। ১৩ জুন ২০২০। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০ 
  7. ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর, সম্পাদকগণ (২০১২)। "সিরাজগঞ্জ সদর উপজেলা"বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 

বহিঃসংযোগ

সম্পাদনা