এইচ. ভি. হরডার্ন

অস্ট্রেলীয় ক্রিকেটার
(রঞ্জী হরডার্ন থেকে পুনর্নির্দেশিত)

ড. হার্বার্ট ভিভিয়ান রঞ্জী হরডার্ন (ইংরেজি: H. V. Hordern; জন্ম: ১০ ফেব্রুয়ারি, ১৮৮৩ - মৃত্যু: ১৭ জুন, ১৯৩৮) প্রথিতযশা অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। ১৯১১ থেকে ১৯১২ সময়কালে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পক্ষে ৭ টেস্টে অংশগ্রহণ করেন তিনি। অস্ট্রেলিয়ার পক্ষে প্রথম বড় ধরনের লেগ স্পিনারগুগলি বোলার ছিলেন রঞ্জী হরডার্ন নামে পরিচিত এইচ. ভি. হরডার্ন। কালো দৈহিক গড়নের কারণে জনপ্রিয় ভারতীয় ও ইংরেজ ক্রিকেটার কে এস রঞ্জিতসিংজী’র নামানুসারে ‘রঞ্জী’ ডাকনামে পরিচিতি পান।[১]

রঞ্জী হরডার্ন
ক্রিকেট তথ্য
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনলেগ ব্রেক গুগলি
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক১৭ ফেব্রুয়ারি ১৯১১ বনাম দক্ষিণ আফ্রিকা
শেষ টেস্ট২৩ ফেব্রুয়ারি ১৯১২ বনাম ইংল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৩৫
রানের সংখ্যা ২৫৪ ৭৮১
ব্যাটিং গড় ২৩.০৯ ১৬.৯৭
১০০/৫০ ০/১ ০/৩
সর্বোচ্চ রান ৫০ ৬৪
বল করেছে ২১৪৮ ৭২১৫
উইকেট ৪৬ ২২৮
বোলিং গড় ২৩.৩৬ ১৬.৩৬
ইনিংসে ৫ উইকেট ২৫
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৭/৯০ ৮/৩১
ক্যাচ/স্ট্যাম্পিং ৬/০ ৩৯/০
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৩১ অক্টোবর ২০১৬

প্রারম্ভিক জীবন সম্পাদনা

সম্ভ্রান্ত হরডার্ন পরিবারের সদস্য তিনি। নিউ সাউথ ওয়েলসের উত্তর সিডনি এলাকায় জন্মগ্রহণ করেন হরডার্ন। ডিসেম্বর, ১৯০৫ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেটে নিউ সাউথ ওয়েলস দলের সদস্যরূপে অভিষেক ঘটে তার।[২] কুইন্সল্যান্ড বুলসের বিপক্ষে প্রথম ইনিংসে ৮/৮১সহ খেলায় ১১ উইকেট দখল করেন তিনি। এরপর তিনি উচ্চ শিক্ষার্থে মার্কিন যুক্তরাষ্ট্র গমন করেন। পেন্সিল্‌ভেনিয়া বিশ্ববিদ্যালয়ে দন্ত বিষয়ে অধ্যয়নকালীন ১৯০৮ সালে ইংল্যান্ড ও ১৯০৮-০৯ মৌসুমে ফিলাডেলফিয়ান ক্রিকেট দলের সাথে জ্যামাইকা সফর করেন।[৩] ফিলাডেলফিয়ানের পক্ষে ১৭টি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নেন। আমেরিকায় অবস্থানকালেই গুগলিতে পারদর্শিতা লাভ করেন তিনি।

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

১৯১০ সালে অস্ট্রেলিয়ায় ফিরে আসেন ও ওয়ারেন বার্ডসলি’র নজর কাড়তে সমর্থ হন। তাকে দ্রুত রাজ্য ক্রিকেট দলের সদস্য মনোনীত করেন। ১৯১০-১১ মৌসুমে ছয় খেলায় তিনি ৪৩ উইকেট পান। ফলশ্রুতিতে অস্ট্রেলিয়ার দল নির্বাচকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণে সক্ষমতা দেখান ও বার্ডসলি’র নেতৃত্বের অনুসারী হন।

১৯১০-১১ মৌসুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার টেস্টের সিরিজে খেলার জন্য মনোনীত হন। তন্মধ্যে সিরিজের দুই টেস্টে অংশ নিয়ে ২১.০৭ গড়ে চৌদ্দ উইকেট পান।[৪] উল্লেখযোগ্য দিক ছিল অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট লাভ করা।[৫] পরের মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে ২৪.৩৭ গড়ে ৩২ উইকেট তুলে নেন। ইংল্যান্ডের বিপক্ষে সিডনিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে তার বোলিং পরিসংখ্যান ছিল ১২/১৩৫। তার অনবদ্য বোলিংয়ে অস্ট্রেলিয়া সিরিজের একমাত্র জয় তুলে নেয়। জীবনের শেষ টেস্টও সিডনিতেই খেলেছেন। ঐ টেস্টে তিনি ১০/১৬১ পেয়েছিলেন।[৬] ঐ সময়ে তিনি তার বোলিংয়ের জন্য বিশ্বের সেরা বোলাররূপে পরিচিত ছিলেন।[৭]

কর্মজীবন সম্পাদনা

চিকিৎসা পেশাকে হরডার্ন অগ্রাধিকার দিয়েছিলেন।[৮] কিন্তু ১৯১২ সালে ইংল্যান্ড সফরে তাকে বিতর্কিতভাবে দল নির্বাচকমণ্ডলী অন্তর্ভুক্ত করেন। ফলশ্রুতিতে তার ভবিষ্যৎ কর্মজীবনে অংশগ্রহণকে স্তিমিত করে তোলে। ১৯০৫ থেকে ১৯১৩ সময়কালে মাত্র ৩৫টি প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ ঘটে তার।[৯]

১৭ জুন, ১৯৩৮ তারিখে ৫৫ বছর বয়সে নিউ সাউথ ওয়েলসের ডার্লিংহার্স্টে এইচ. ভি. হরডার্নের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Cricinfo - Return of the Aussie Leg-Spinner"Cricinfo। ১ জানুয়ারি ১৯৮৫। সংগ্রহের তারিখ ২০০৭-০২-১৬  [অকার্যকর সংযোগ]
  2. "New South Wales v Queensland in 1905/06"CricketArchive। ২০০৩–২০০৭। সংগ্রহের তারিখ ২০০৭-০২-১৬ 
  3. "First-class Batting and Fielding For Each Team by Ranji Hordern"CricketArchive। ২০০৩–২০০৭। সংগ্রহের তারিখ ২০০৭-০২-১৬ 
  4. "South Africa in Australia 1910/11"CricketArchive। ২০০৩–২০০৭। ২০০৭-০৯-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০২-১৬ 
  5. "4th Test: Australia v South Africa at Melbourne, Feb 17-21, 1911"espncricinfo। সংগ্রহের তারিখ ২০১১-১২-১৮ 
  6. "Marylebone Cricket Club in Australia 1911/12"CricketArchive। ২০০৩–২০০৭। ২০০৭-০১-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০২-১৬ 
  7. Barker, Ralph; Irving Rosenwater (১৯৬৯)। England v Australia: A Compendium of Test Cricket Between the Countries 1877-1968। Batsford। পৃষ্ঠা 121। আইএসবিএন 0-7134-0317-9 
  8. Williamson, Martin (২০০৭)। "Cricinfo - Players and Officials - Ranji Hordern"Cricinfo। সংগ্রহের তারিখ ২০০৭-০২-১৬ 
  9. "First-Class Matches played by Ranji Hordern (35)"CricketArchive। ২০০৩–২০০৭। সংগ্রহের তারিখ ২০০৭-০২-১৬ 

গ্রন্থপঞ্জী সম্পাদনা

  • Googlies: Coals from a Test-Cricketer's Fireplace (Angus & Robertson: Sydney, 1932).

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

আরও পড়ুন সম্পাদনা