রজব আলী খান চৌধুরী ভবন
রজব আলী খান চৌধুরী ভবন কুষ্টিয়ায় অবস্থিত একটি প্রাচীন ভবন। ১৮৯৫ সালে এই ভবনটি নির্মাণ করা হয়েছিল।[১] তৎকালীন সময়ের কুষ্টিয়ার সমাজ সেবক রজব আলী খান এই ভবন নির্মাণ করেছিলেন।
রজব আলী খান চৌধুরী ভবন | |
---|---|
বিকল্প নাম | খান চৌধুরী ভবন |
সাধারণ তথ্যাবলী | |
স্থাপত্যশৈলী | ইন্দো-ইউরোপীয় স্থাপত্য |
অবস্থান | মিল পাড়া |
শহর | কুষ্টিয়া |
দেশ | বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২৩°৫৪′০৬″ উত্তর ৮৯°০৮′৪৫″ পূর্ব / ২৩.৯০১৫৫৯° উত্তর ৮৯.১৪৫৬৯৭° পূর্ব |
নির্মাণ শুরু | ১৮৯৫ |
কারিগরী বিবরণ | |
তলার সংখ্যা | ২ |
অবস্থান
সম্পাদনাভবনটি কুষ্টিয়া পৌরসভার মিল পাড়ায় অবস্থিত। ভবনের পূর্ব দিকে রয়েছে টেগর লজ, পশ্চিম দিকে বড় স্টেশন জামে মসজিদ (১৯১৭), উত্তর দিকে রয়েছে কুষ্টিয়া রেলওয়ে স্টেশন ও দক্ষিণ দিকে রয়েছে মোহিনী মিলের পরিত্যক্ত কারখানা।
ইতিহাস
সম্পাদনারজব আলী খান ১৮৬৩ সালে ছেউড়িয়ায় জন্ম গ্রহণ করেন। সমাজ সেবামূলক কাজের জন্য ব্রিটিশ সরকারের পক্ষ থেকে তিনি চৌধুরী উপাধি লাভ করেন। তিনি কুষ্টিয়া রেলওয়ে স্টেশন সংলগ্নে ১৮৯৫ সালে ভবনটি নির্মাণ করেছিলেন।[২] ১৯৫৮ সালে ৯৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
অবকাঠামো
সম্পাদনাকুষ্টিয়া পৌর ভবনের মতো এই ভবন নির্মাণেও ইন্দো-ইউরোপীয় স্থাপত্য রীতি ব্যবহৃত হয়েছে। ভবনটিতে ২টি তলা রয়েছে। ভবনের গাঁথুনি চুন-সুরকির তবে দেওয়ালে সিমেন্টের পলেস্তারা রয়েছে। ছাদে ব্যবহার করা হয়েছে শালকাঠের কড়ি-বরগা। এর উপরে ২ স্তর বিশিষ্ট টালি, তার উপরে চুন-সুরকির ঢালাই। ভবনের সামনের ফ্যাসেড আড়াআড়িভাবে ৭২ ফুট (২২ মি) লম্বা। ভবনের উভয় তলাতেই বারান্দা রয়েছে। এই বারান্দায় কোরিনথিয়ার রীতিতে ৮টি করে স্তম্ভ রয়েছে।[১]
ভবনের জানালার পরিমাপ ৫ ফুট ১০ ইঞ্চি ও ৩ ফুট ৫ ইঞ্চি। দরজার উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি ও প্রস্থ ৪ ফুট ৫ ইঞ্চি হলেও মূল দরজার উচ্চতা ৭ ফুট ও প্রস্থ ৫ ফুট।[১]
চিত্রশালা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ মোঃ রেজাউল করিম (২০২২)। কুষ্টিয়ার প্রত্ননিদর্শন। ঢাকা: গতিধারা। পৃষ্ঠা ৩৭–৪০। আইএসবিএন 9789848950418।
- ↑ আনোয়ার আলী (২০১৯)। সার্ধশতবর্শ স্মারকগ্রন্থ (পিডিএফ)। কুষ্টিয়া: কুষ্টিয়া পৌরসভা। পৃষ্ঠা ১৭৬। আইএসবিএন 9789843460813।
গ্রন্থপঞ্জি
সম্পাদনা- মোঃ রেজাউল করিম (২০২২)। কুষ্টিয়ার প্রত্ননিদর্শন। ঢাকা: গতিধারা। আইএসবিএন 9789848950418।
- আনোয়ার আলী (২০১৯)। সার্ধশতবর্শ স্মারকগ্রন্থ (পিডিএফ)। কুষ্টিয়া: কুষ্টিয়া পৌরসভা। আইএসবিএন 9789843460813।