রজনীকান্ত মাইতি (ইংরেজি: Rajani Kanto Maity) (? - সেপ্টেম্বর ২৯, ১৯৪২) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব। ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করেন। তিনি ১৯ সেপ্টেম্বর, দেউলি গ্রাম থেকে পুলিশের দ্বারা গ্রেপ্তার হয়েছিলেন।[১] ২৯ সেপ্টেম্বর তারিখে তিনি পুলিস গুলিতে আহত হয়ে ঐদিনই মারা যান।[২]

২৯ সেপ্টেম্বর, ১৯৪২ ভারত ছাড়ো আন্দোলনে হাজার দশেক গ্রামবাসী থানা ঘেরাও করতে এলে পুলিস হামলা চালায়। ফলে পুলিসের সাথে গ্রামবাসীর সংঘর্ষ ঘটে। এর ফলে পুলিস গুলি চালালে রজনীকান্ত মাইতিসহ ষোল জন শহীদ হন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Biplabī: Tāmralipta Jātīẏa Sarakārera mukhapatra, 1942-44। Tāmralipta Svādhīnatā Saṃgrāma Itihāsa Kamiṭi। ১৯৯১। 
  2. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৬১৯, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
  3. http://www.midnapore.in (2015)। "Legacy of Midnapore"। সংগ্রহের তারিখ 7-19-2015  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)