রঙ্গিয়া রেলওয়ে বিভাগ
রঙ্গিয়া রেলওয়ে বিভাগ ভারতীয় রেলওয়ের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের অধীনে থাকা পাঁচটি রেলওয়ে বিভাগের একটি। এই রেলওয়ে বিভাগটি ১ এপ্রিল ২০০৩ সালে আলিপুরদুয়ার রেলওয়ে বিভাগ থেকে গঠিত হয়েছিল এবং এর সদর দপ্তর ভারতের আসাম রাজ্যের রাঙ্গিয়াতে অবস্থিত।
কটিহার রেলওয়ে বিভাগ, লামডিং রেলওয়ে বিভাগ, তিনসুকিয়া রেলওয়ে বিভাগ এবং আলিপুরদুয়ার রেলওয়ে বিভাগ হল NFR জোনের অধীনে অন্য চারটি রেলওয়ে বিভাগ যার সদর দপ্তর মালিগাঁও, গুয়াহাটিতে রয়েছে। [১] [২]
রেলওয়ে স্টেশন এবং শহরের তালিকা
সম্পাদনাতালিকায় রাঙ্গিয়া রেলওয়ে বিভাগের অধীনে থাকা স্টেশন এবং তাদের স্টেশন বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে। [৩] [৪]
স্টেশনের বিভাগ | স্টেশনের সংখ্যা | স্টেশনের নাম |
---|---|---|
ক-১ | ০ | |
ক | ৪ | রাঙ্গাপাড়া উত্তর জংশন, বড়পেটা রোড, রঙ্গিয়া জংশন, নিউ বঙ্গাইগাঁও জংশন |
খ | - | - |
গ শহরতলির স্টেশন | ১ | বিশ্বনাথ চারআলী |
ডি | - | - |
ই | - | - |
চ হল্ট স্টেশন | - | - |
মোট | - | - |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Zones and their Divisions in Indian Railways" (পিডিএফ)। Indian Railways। ১৯ মার্চ ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৬।
- ↑ "Rangiya Railway Division"। Railway Board। North Eastern Railway zone। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৬।
- ↑ "Statement showing Category-wise No. of stations in IR based on Pass. earning of 2011" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৬।
- ↑ "PASSENGER AMENITIES - CRITERIA= For Categorisation Of Stations" (পিডিএফ)। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৬।