রক্ষা কালী মন্দির, ফান্দাউক

রক্ষা কালী মন্দির বাংলাদেশের বিখ্যাত হিন্দু মন্দিরসমূহের মধ্যে অন্যতম। জনশ্রুতি মতে, প্রায় ১৫০ বছর পূর্বে এই স্থানে রক্ষা কালী দেবীর প্রকাশ ঘটে। এটি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক অবস্থিত।

শ্রীশ্রী রক্ষা কালী মন্দির
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলাব্রাহ্মণবাড়িয়া
অবস্থান
অবস্থানফান্দাউক প্রধান সড়কের পার্শ্বে।
দেশবাংলাদেশ
স্থাপত্য
প্রতিষ্ঠার তারিখ১৫০ বছর পূর্বে।

ইতিহাস সম্পাদনা

জনশ্রুতি মতে প্রায় ১৫০ বছর পূর্বে এই স্থানে রক্ষা কালী দেবীর প্রকাশ ঘটে। মন্দিরটি অতি প্রাচীন নিদর্শন বহন করে। প্রতি বছরের দুই অমাবস্যাতে রক্ষা কালী মাতা ও শিবের পূজা করা হয়।

দেবীর প্রণাম মন্ত্র সম্পাদনা

ওঁ ক্রীং ক্রীং হৃং হৃং হিং হিং দক্ষিণে কালীকে ক্রীং ক্রীং ক্রীং হৃং হৃং হ্রীং  হ্রীং হ্রীং স্বহা। ওঁ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণীধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমোস্তুতে।' 

বিগ্রহ সম্পাদনা

রক্ষা কালী মায়ের শান্ত শ্রী। করুণাঘন দৃষ্টি। শ্রীশ্রী রক্ষা কালী মায়ের বর্তমান মূর্তিটি মৃত্তিকার। মৃত্তিকার শিব মায়ের শ্রীচরণতলে। দামি দামি অলংকার শোভিতা মাতৃমূর্তি।

মন্দির সংস্করণ সম্পাদনা

বর্তমানে মন্দিরটি রক্ষার্থে মন্দির সংস্কারের কাজ চলমান রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা