রওশন আরা
রওশন আরা (৩ আগস্ট ১৯৪০ - ২৪ জুন ২০১০) একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী ছিলেন। চলচ্চিত্রের বাইরে পেশাজীবনে তিনি চিকিৎসকের পেশায় নিয়োজিত ছিলেন। কবি বন্দে আলী মিয়া ছিলেন ড. রওশন আরার দুলাভাই ও প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী সুচিত্রা সেন ছিলেন বান্ধবী ও স্কুল জীবনের সহপাঠী। পরিচালক মহিউদ্দিনের হাত ধরে ১৯৫৯ সালে মাটির পাহাড় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রে পদার্পণ করেন।
রওশন আরা | |
---|---|
![]() | |
জন্ম | |
মৃত্যু | ২৪ জুন ২০১০ | (বয়স ৬৯)
সমাধি | মিরপুর ১১ কবরস্থান, ঢাকা |
জাতীয়তা | বাংলাদেশী |
অন্যান্য নাম | ডেইজী |
পেশা | চিকিৎসক, অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৫৯-১৯৮৫ |
দাম্পত্য সঙ্গী | ড. জহুরুল কামাল |
আত্মীয় | বন্দে আলী মিয়া (দুলাভাই) |
প্রথম জীবন
সম্পাদনারওশন আরা ১৯৪০ সালের ৩ আগস্ট পাবনা শহরে জন্মগ্রহণ করেন।[১] দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। তার ডাকনাম ছিল ‘ডেইজী’। ছোটবেলায় ৭ বছর বয়সে রওশন আরা পরিবারের সাথে রাজশাহীতে চলে আসেন। রাজশাহীতে পিএন গার্লস স্কুলে ভর্তি হন, এর পরে পারিবারিক বদলি সূত্রে বগুড়া ও নড়াইলের স্কুলে পড়াশোনা করেন। ১৯৫০ সালে পাবনাতে ফিরে আসেন ও পাবনা গার্লস স্কুল থেকে ১৯৫৪ সালে ম্যাট্রিক পাশ করেন। এরপরে এডওয়ার্ড কলেজে ভর্তি হন ও ১৯৫৬ সালে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকার মিটফোর্ড মেডিকেল কলেজে (বর্তমান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) ভর্তি হন।[২]
পেশা জীবন
সম্পাদনাঅভিনীত চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাবছর | চলচ্চিত্র | পরিচালক | সহ শিল্পী | চরিত্র | ভাষা | মুক্তির তারিখ | নোট |
---|---|---|---|---|---|---|---|
১৯৫৯ | মাটির পাহাড় | মহিউদ্দিন | সুলতানা জামান, ইকবাল | বাংলা | ২৮ আগস্ট ১৯৫৯ | ||
১৯৬১ | যে নদী মরুপথে | সালাহ্উদ্দিন | খান আতাউর রহমান, | বাংলা | ২৮ এপ্রিল ১৯৬১ | ||
১৯৬২ | সূর্যস্নান | সালাহ্উদ্দিন | মফিজ, আনোয়ার হোসেন | রীতা | বাংলা | ৫ জানুয়ারি ১৯৬২ | [৩] |
১৯৬২ | নতুন সুর | এহতেশাম | রহমান | বাংলা | ২৩ নভেম্বর ১৯৬২ | ||
১৯৬৪ | শাদী | কায়সার পাশা | উর্দু | ১৪ ফেব্রুয়ারি ১৯৬৪ | |||
১৯৬৪ | ইয়েভি এক কাহানি | এস এম সফি | উর্দু | ২৬ জুন ১৯৬৪ | |||
সোহানা সফর | কামাল আশরাফ | উর্দু | মুক্তি পায় নি | ||||
১৯৬৫ | নদী ও নারী | সাদেক খান | মাসুদ আলী খান | বাংলা | ৩০ জুলাই ১৯৬৫ | ||
১৯৭৬ | মেঘের অনেক রং | হারুন অর রশিদ | মাহিন, ওমর এলাহি | বাংলা | ২২ নভেম্বর ১৯৭৬ |
ব্যক্তিগত জীবন
সম্পাদনা১৯৬০ এর দশকের শেষের দিকে চিকিৎসক ড. জহুরুল কামাল এর সাথে রওশন আরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ চিকিৎসক দম্পতি নিঃসন্তান ছিলেন। তাদের একমাত্র দত্তক কন্যা ঋতি বর্তমানে কানাডায় বসবাস করছেন।[১][৪]
মৃত্যু
সম্পাদনারওশন আরা ২০১০ সালের ২৪ জুন বার্ধক্যজনিত কারণে ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।[১] তাকে মিরপুর ১১ কবরস্থানে সমাহিত করা হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "চলে গেলেন নায়িকা রওশন আরা"। দৈনিক প্রথম আলো। ২৫ জুন ২০১০। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "কিং ব দ ন্তি : চিকিৎসক নায়িকা রওশন আরা"। দৈনিক আমার দেশ। ২৮ মার্চ ২০১০। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বাংলার জনপ্রিয় নায়িকারা কে কোথায়?"। এইবেলা ডট কম। ২৬ মার্চ ২০১৫। ২৫ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "ডা. রওশন আরা আর নেই"। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ২৫ জুন ২০১০। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে রওশন আরা (ইংরেজি)