রইস আহমেদজাই

আফগান ক্রিকেটার

রইস খান আহমেদজাই (পশতু: ريس احمدزی; জন্ম: ৩ সেপ্টেম্বর ১৯৮৪) হলেন একজন প্রাক্তন আফগান ক্রিকেটার যিনি আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল এর হয়ে খেলেখেন মে ২০১০ সাল পর্যন্ত তার অবসরের আগে পর্যন্ত। রইস ছিলেন একজন ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি অফব্রেক বোলার। এছাড়াও তিনি ইউনিসেফ এর একজন জাতীয় শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন।

রইস আহমেদজাই
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামরইস খান আহমেদজাই
জন্ম (1984-09-03) ৩ সেপ্টেম্বর ১৯৮৪ (বয়স ৩৯)
লগার প্রদেশ, আফগানিস্তান
ব্যাটিংয়ের ধরনডান-হাতি
বোলিংয়ের ধরনডান-হাতি অফ ব্রেক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ১০)
১৯ এপ্রিল ২০০৯ বনাম স্কটল্যান্ড
শেষ ওডিআই১৮ ফেব্রুয়ারি ২০১০ বনাম কানাডা
ওডিআই শার্ট নং৩৩
টি২০আই অভিষেক
(ক্যাপ )
১ ফেব্রুয়ারি ২০১০ বনাম আয়ারল্যান্ড
শেষ টি২০আই৫ মে ২০১০ বনাম দক্ষিণ আফ্রিকা
টি২০আই শার্ট নং৩৩
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৭সিবাস্টিনাইটেস ক্রিকেট এন্ড এ্যাথলেটিক ক্লাব
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই এফসি লিস্ট এ
ম্যাচ সংখ্যা ১৬
রানের সংখ্যা ৮৮ ৯১ ৯০ ২৮৩
ব্যাটিং গড় ২৯.৩৩ ৩০.৩৩ ১৮.০০ ২৫.৭২
১০০/৫০ –/– –/– –/– –/১
সর্বোচ্চ রান ৩৯ ৩৩* ২৭ ৫০*
বল করেছে ২৪ ৩৬ ১৫০
উইকেট
বোলিং গড় ১০৭.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ১/৩৭
ক্যাচ/স্ট্যাম্পিং ২/– ২/– ১/– ৬/–
উৎস: Cricinfo, 19 May 2010

প্রারম্ভিক এবং ব্যক্তিগত জীবন সম্পাদনা

আহমাদজাই আজরা গ্রামের, লগার প্রদেশে, আফগানিস্তান জন্মগ্রহণ করেন। তিনি সাবেক সতীর্থ খেলোয়াড় মোহাম্মদ নবী এবং দৌলত আহমেদজাই এর মত খড়ম উপজাতি থেকে আসেন।[১]

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

আহমাদজাই ২০০২-০৩ ট্রফিতে রহিম ইয়ার থান এর বিরুদ্ধে আফগানিস্তানের হয়ে আত্মপ্রকাশ করেন। এছাড়াও আহমাদজাই ২০০৪ সালে এসিসি ট্রফিতে হংকং জাতীয় ক্রিকেট দল এর বিরুদ্ধে আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক ম্যাচে আত্মপ্রকাশ হয়। আহমাদজাই ২০০৬ সালে নিম্নলিখিত টুর্নামেন্টে আফগানিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করেন।২০০৬ সালের টুর্নামেন্টের সময় আহমাদজাই অধিনায়কের দায়িত্ব পালন করেন।

২০০৭ সালে, আহমাদজাই সিবাস্টিনাইটেস ক্রিকেট দলের হয়ে দুটি লিস্ট এ ম্যাচ খেলেন এবং শ্রীলঙ্কা এ্যাথেল্ট ক্লাবে শ্রীলংকান ক্রিকেট ক্লাব[২] ও শ্রীলঙ্কা আর্মি স্পোর্টস ক্লাব বিরুদ্ধে ম্যাচ খেলেন।[৩]

অবসর গ্রহণ সম্পাদনা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আফগানিস্তানের ম্যাচের আগে, আহমাদজাই অবসর গ্রহণ করবেন বলে ঘোষণা দেন। তিনি অবসর গ্রহণের কারণ হিসেবে বলেন, "আফগান ক্রিকেটারদের মধ্যে তরুণ প্রজন্মের উন্নয়নে জন্য তার এ অবসর"।[৪] আহমাদজাই বর্তমানে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের একজন প্রধান নির্বাচক হিসেবে ভূমিকা পালন করছেন। এছাড়াও তিনি আফগান এইড এর একজন প্রতিনিধি।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Raees Ahmadzai Blog, CricketEurope"। Cricketeurope4.net। ২৩ আগস্ট ২০১০। ২ আগস্ট ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১০ 
  2. "Sebastianites Cricket and Athletic Club v Lankan Cricket Club (2007)"। Cricketarchive.com। ১৪ নভেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১০ 
  3. "Sebastianites Cricket and Athletic Club v Sri Lanka Army Sports Club (2007)"। Cricketarchive.com। ১৭ নভেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১০ 
  4. "Raees Ahmadzai announces retirement"। Cricinfo.com। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১০ 

বহিঃসংযোগ সম্পাদনা